Image

মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_availableআপডেট: 1 সেকেন্ড আগে
মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট

মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট

মাঠে না খেললে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট

 বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের বিদায়ের পর কেমন যেন সবাই চুপচাপ! সেটা স্বাভাবিকই। তবে আশার বাণী শুনিয়েছিলো বিসিবি। মেয়েদের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে জোর দেয়া হবে অনুর্ধ্ব -১৬ ক্রিকেটে । সব কিছু ভুলে সবারই অপেক্ষা প্রিমিয়ার লীগকে ঘিরে।

ছেলেদের প্রিমিয়ার লীগ শুরু হচ্ছে আগামী বুধবার। তবে মেয়েদের প্রিমিয়ার লীগ! এখনও হয়নি দল বদল। টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তত বিসিবির উইমেন্স কমিটি। অভাবটা শুধু মাঠের। নিশ্চয়তা পেলে শুরু হয়ে যাবে দলবদল। সংস্কারের কাজ চলছে হোম অব ক্রিকেটে।

অন্যদিকে ছেলেদের লীগ নিয়ে ব্যাস্ত বিকেএসপি’র মাঠ গুলোও। কক্স-বাজারে হবে যুবাদের বিসিএল। এতসবের ভেতর কোন ভাবেই মিলছেনা মেয়েদের ক্রিকেট লীগ। মেয়েদের ক্রিকেট নিয়ে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন গ্রাউন্ডস ম্যানেজার।

উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আওয়াল চৌধুরী তিনিও অসহায় সময়ের কাছে। এসব মেনে নিয়েই বিকল্প কিছু করার কথা ভাবছেন সভাপতি। এত কিছুর পরও মেয়েরা সময় কাটাচ্ছেন নিজেদের ফিট রাখতে। যতই ফিট থাকার চেষ্টা করুক না কেন, ক্রিকেটটা মাঠে না গড়ালে যে জিমেই ঝিমিয়ে যাবে মেয়েদের ক্রিকেট!

Details Bottom
Details ad One
Details Two
Details Three