বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা
- 1
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তানের শক্তিশালী ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা
- 2
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা
- 3
পাকিস্তানকে বাংলাওয়াশ করতে বাংলাদেশের টার্গেট ১৭৯ রানের
- 4
ভবিষ্যতের কথা চিন্তা করেই পরীক্ষা-নিরীক্ষা বাংলাদেশের, তাই ৫ পরিবর্তন
- 5
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ফিলিপসের পরিবর্তে ব্রেসওয়েল

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা
আগামীকাল ২৮ মে থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একদিন পর ৩০ মে দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দলের আসন্ন এই সিরিজের জন্য অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে পিসিবি।
পাকিস্তান-বাংলাদেশ সিরিজে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন স্থানীয়রাই। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথম টি-টোয়েন্টিতে, অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দিয়েছে আসিফ ইয়াকুব ও রাশিদ রিয়াজকে। আইসিসি এলিট প্যানেলের সদস্য আহসান রাজা তৃতীয় আম্পায়ার হিসাবে থাকবেন। ফোর্থ আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে ফয়সাল খান আফ্রিদিকে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে, রাশিদ রিয়াজের সাথে অনফিল্ডে আসবেন ফয়সাল খান আফ্রিদি। আহসান রাজা থার্ড ও আসিফ ইয়াকুব ফোর্থ আম্পায়ার হবেন।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে, আহসান রাজার সাথে আসিফ ইয়াকুব মাঠের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ফয়সাল খান আফ্রিদি তৃতীয় আম্পায়ার, রাশিদ রিয়াজ চতুর্থ আম্পায়ার হিসেবে কাজ করবেন।
আর পুরো সিরিজের জন্য ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালেকে। বাংলাদেশের সিরিজ উপলক্ষে একমাত্র বিদেশি অফিসিয়াল রঞ্জন মাদুগালে। সম্প্রতি সমাপ্ত পিএসএলের সাতটি ম্যাচে প্লেয়িং কন্ট্রোল টিমকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।