বাবর আজমকে নিয়ে মাসুদ, 'মাঝে-মধ্যে মানুষের বিরতি প্রয়োজন'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাবর আজমকে নিয়ে মাসুদ, 'মাঝে-মধ্যে মানুষের বিরতি প্রয়োজন'

বাবর আজমকে নিয়ে মাসুদ, 'মাঝে-মধ্যে মানুষের বিরতি প্রয়োজন'

বাবর আজমকে নিয়ে মাসুদ, 'মাঝে-মধ্যে মানুষের বিরতি প্রয়োজন'

লম্বা সময় ধরে টেস্ট ফরম্যাটে ফর্মে না থাকায় ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়েছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা পাকিস্তান বাবরকে ছাড়াই টেস্টে ঘুরে দাড়িয়েছে। তারপর থেকেই বাবরের দলে থাকা নিয়ে রয়েছে সংশয়।  তবে পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ বলেছেন, টেস্ট ক্রিকেট থেকে বিরতির ফলে বাবর আরও শক্তিশালী হয়েই ফিরে আসবেন।

মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয় জানিয়ে বাবরের বাদ পড়া প্রসঙ্গে বিবিসি স্টাম্পড রেডিওকে শান মাসুদ বলেন, "বাবর বিশ্বের সেরা ব্যাটারদের একজন। ওর ভবিষ্যৎ নিয়ে বলার আমি কেউ নই। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হওয়ার সব যোগ্যতাই আছে তাঁর। র‍্যাংকিংয়েও সে সবসময় উপরের দিকেই থাকে। মাঝেমাঝে সবারই বিরতির প্রয়োজন হয়।"

বাবর টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বিশ্বাস পাকিস্তানের এই অধিনায়কের, "আমার মনে হয় এই বিশ্রাম বাবরের উপকার করবে এবং সে আরও শক্তিশালী হয়েই ফিরে আসবে। কিছু সময় আছে যখন শ্বাস নেয়ার জন্য থামতে হয়। সে অনেক ক্রিকেট খেলেছে এবং অনেক কিছু সহ্য করতে হয়েছে। পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবেই থাকবে সে।"

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে বাবর আজমকে দলে রেখেছে পাকিস্তানের নির্বাচকরা। তবে লাল বলের ক্রিকেট থেকে বেশী দিন দূরে থাকতে হবেনা বাবরকে জানিয়েছেন শান মাসুদ। পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সব ঠিক থাকলে হয়ত সেই সিরিজেই আবার ফিরতে পারেন বাবর আজম।