লিটনের দারুণ ব্যাটিংয়ের পর জাকের-অঙ্কন জুটিতে সর্বোচ্চ রান
লিটনের দারুণ ব্যাটিংয়ের পর জাকের-অঙ্কন জুটিতে সর্বোচ্চ রান
লিটনের দারুণ ব্যাটিংয়ের পর জাকের-অঙ্কন জুটিতে সর্বোচ্চ রান
লাঞ্চ ব্রেকের পর শাহাদাত হোসেন দিপু, মুমিনুল হক দ্রুত উইকেট হারালেও বাংলাদেশের সংগ্রহ এগিয়ে নিয়ে যান উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ৪ চার ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন লিটন। এরপর অবশ্য সেশনের পুরোটা সময় স্বাচ্ছ্যন্দে কাটিয়ে দেন জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন।
৪ উইকেটে বাংলাদেশের রান ১৮৯। দিনের প্রথম দুই সেশনে ব্যাটাররা খেলেছে মোট ৫৪ ওভার। ৮৫ বল খেলা জাকের আলির ব্যাট থেকে এখন অবদি এসেছে ৩৫ রান। আরেক অপরাজিত ব্যাটার মাহিদুল অঙ্কনের রান ২৫, খেলেছেন ৫৫ বল।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে গা গরমের ম্যাচে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও রীতিমতো ব্যর্থতায় ডুবে বাংলাদেশের ওপেনাররা। দলীয় ৩৮ রানে দুই ওপেনারকে হারানোর পর মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে স্বস্তি ফেরে বাংলাদেশের প্যাভিলিয়নে। স্কোরবোর্ডে দুই উইকেটে ৬২ নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ, ব্যাটিংয়ে ছিলেন মুমিনুল-শাহাদাত।
দারুণ খেলতে থাকা শাহাদাত হোসেন দিপু ব্যক্তিগত ২৫ রানে বোল্ড হন জাস্টিন গ্রিভসের নিচু লেন্থে আসা ডেলিভারিতে। ভাঙে মুমিনুল হকের সাথে গড়া ৪৭ রানের পার্টনারশিপ। মুমিনুল হক থিতু হয়ে গিয়েও ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি ফিফটিতে। নাথান এডওয়ার্ডে বলে উইকেটকিপারের গ্লাভসে ক্যাচ দেওয়ার আগে করেন ৩১ রান।
লিটন দাস ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৩১ রান করে ইচ্ছাকৃতভাবে রিটায়ার্ড হয়ে ফেরত যান প্যাভিলিয়নে। ব্যাটিংয়ের সুযোগ করে দেন দুই তরুণ ব্যাটার জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। হার-না-মানা সর্বোচ্চ ৫৬ রানের জুটিতে তারা শুরু করবেন দিনের শেষ সেশনের খেলা।