Image

লিটন আবার দলে ফিরবে, বিশ্বাস মিরাজের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_availableআপডেট: 1 সেকেন্ড আগে
লিটন আবার দলে ফিরবে, বিশ্বাস মিরাজের

লিটন আবার দলে ফিরবে, বিশ্বাস মিরাজের

লিটন আবার দলে ফিরবে, বিশ্বাস মিরাজের

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হয়েছে লিটন কুমার দাস’কে। তার বদলে দলে সুযোগ পেয়েছেন জাকের আলি অনিক। নতুন নির্বাচক প্যানেলের এই সিদ্ধান্ত কিছুটা অচেনা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য। তাই আলোচনা সীমাহীন। 

আজ সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজের সাথেও গণমাধ্যমের কথা হলো সেসব নিয়ে। লিটনকে সরিয়ে দেওয়া, অটোচয়েজ ধারণার ব্যাখ্যা, নির্বাচক প্যানেল– প্রসঙ্গ এসেছে এমন নানা কিছুর।

এই দলের কেউ অটোচয়েজ না, এই কথা নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন এই লঙ্কান সিরিজেই। জাতীয় দলে এমন কোনো ধারণা না থাকা ভালো, সে তো ব্যাখ্যা না করলেও পরিস্কার হওয়া যায়। তবুও নতুন নির্বাচক প্যানেল, যা গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে– তাদের কিছু তড়িৎ সিদ্ধান্ত অনেকটা চমকে দিয়েছে ক্রিকেট পাড়াকে। 

লিটন প্রথম দুই ওয়ানডে খারাপ করেছেন। নতুন বলে তার পারফরম্যান্সে ঘাটতি দেখেছে ম্যানেজমেন্ট ও নির্বাচকরা৷ ফলে তাকে সরিয়ে দেওয়ার কাজটি করেছেন তারা। একইসাথে স্কোয়াডে যেহেতু সৌম্য সরকার বাদেও, আরও দুই ওপেনার আছেন– এই সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। মিরাজ লিটন প্রসঙ্গে বলেন,

“লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি, যে ও বাদ পড়েছে এরকম কিছু না। ও আবার কামব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি। ওর ভিতর সেই সামর্থ্য আছে। আমরা জানি ও কী টাইপের প্লেয়ার লিটন দা। এখন বাদ পড়েছে এরকম কিছু না। এখন হয়ত একটু অফ ফর্মে আছে। আবার সে বাংলাদেশ দলে আসবে এটা আমি বিশ্বাস করি।”

লিটনের বাদ পড়া অন্যদের জন্যও হয়ত বার্তা দিয়ে রাখে। বাংলাদেশ দল শুধু নয়, যেকোনো দলে থাকতে হলে পারফর্ম করে থাকতে হবে এ তো স্বাভাবিক এক পন্থা। এই বার্তা নিয়ে মিরাজের মন্তব্য,

“দেখেন প্রত্যেকটা নির্বাচক প্যানেলের একেকটা চিন্তা থাকে। এটা এখন যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি হয়ত বলতে পারব না। কারণ এটা তাদের চিন্তাভাবনা। তাদের সাথে আমার অত কথা হয় না। এটা হয়ত টিম ম্যানেজমেন্ট, কোচ বা ক্যাপ্টেন এই জিনিসটা ভালো বলতে পারবে।”

“একেকজনের একেক রকম চিন্তাভাবনা থাকে। এটা আসলে প্রতিটা প্লেয়ারের পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে আসলে আপনি জাতীয় দল না, দুনিয়ার কোনো জায়গায় খেলতে পারবেন না। পারফর্ম করেই খেলতে হবে প্রত্যেকটা জায়গায়। আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ার আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে। কোন জায়গা উন্নতি করলে ভালো হবে সেটা নিয়ে কাজ করা উচিত।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three