Image

অধিনায়কত্বের জন্য উইকেটকিপিং ছাড়তে প্রস্তুত বাটলার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অধিনায়কত্বের জন্য উইকেটকিপিং ছাড়তে প্রস্তুত বাটলার

অধিনায়কত্বের জন্য উইকেটকিপিং ছাড়তে প্রস্তুত বাটলার

অধিনায়কত্বের জন্য উইকেটকিপিং ছাড়তে প্রস্তুত বাটলার

উইকেট কিপিং যদি অধিনায়কত্বের উন্নতিতে সহায়তা করতে না পারে তাহলে তা ছেড়ে দিতে প্রস্তুত ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাটলার নিজেই।

 চোটের কারণে গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিস করেছেন জস বাটলার। ২০২২ সালে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন তিনি। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এবং ২০২৪ সালে টি-টোয়েন্টি শিরোপা জেতাতে ব্যর্থ হন বাটলার।

রবিবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ শেষে স্কাই স্পোর্টসে কথা বলতে গিয়ে বাটলার বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলার জন্য তিনি ফিট হলেও উইকেট কিপিং করতেন না।

"যদি আমি এই টি-টোয়েন্টি সিরিজে খেলতাম, আমি উইকেট কিপিং করতাম। মিড অফে ফিল্ডিং করতাম এবং দেখলাম কেমন লাগে। ব্রেন্ডন ম্যাককালাম আমাকে ইনজুরির কারণে উইকেট কিপিং করতে বাধা দেয় তখন আমার মিড অফে ফিল্ডিং করা সে সত্যিই উপভোগ করেছিলো। তাই উইকেট কিপিং না করাটা যদি সত্যিই আমাকে আমার অধিনায়কত্বে সাহায্য করে তাহলে আমি এটার জন্য প্রস্তুত।” 

তিনি আরো বলেন, "আমি শুধু চাই দলের জন্য যা ভালো তাই করতে। এবং দলের জন্য ভালো হল আমার সেরা অধিনায়ক হওয়া। যদি আমাকে উইকেটের পিছনে থেকে যেতে হয় তাহলে তাই করবো।" 

জুনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকে ইংল্যান্ডের হয়ে আর ম্যাচ খেলেননি জস বাটলার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ও মিস করবেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three