Image

'ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, তবে ক্রিকেটে এটা হতেই পারে'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
'ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, তবে ক্রিকেটে এটা হতেই পারে'

'ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, তবে ক্রিকেটে এটা হতেই পারে'

'ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, তবে ক্রিকেটে এটা হতেই পারে'


আরও এক বার টাইগারদের স্বপ্নভঙ্গ। খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল। টি-টোয়েন্ট বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম রানের টার্গেট পেয়েও ম্যাচ জেতা হল না বাংলাদেশের। প্রোটিয়াদের মাত্র ১১৩ রানে আটকে দিয়ে বাংলাদেশ করতে পারে ১০৯। এ নিয়ে টানা ৯ টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ঝরল হতাশা। তবে শান্ত প্রশংসা করেছেন বোলারদের, বিশেষ করে তানজিম সাকিব ও লেগ স্পিনার রিশাদের। 

দেশের প্রয়োজনে আরও একবার দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করে আসার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রিয়াদ ২০ তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি লাইনে হয়েছেন ক্যাচ। কয়েক ইঞ্চির ব্যবধান, মার্করামের হাতে ক্যাচ না হয়ে ৬ হলেই বাংলাদেশ ৪ উইকেটে জিতে যেত। কিন্তু হয়েছে উলটো, ৪ রানের পরাজয়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে অধিনায়ক শান্ত বলেন, তারা কিছুটা নার্ভাস ছিলেন। জেতা উচিত ছিল, তবে শান্ত মেনে নিলেন এভাবে, 'ক্রিকেটে এমন হতেই পারে'। শান্তর চোখে দক্ষিণ আফ্রিকার কাছে এমন হার অস্বাভাবিক কিছু না। 

'আমরা কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা টার্গেট টপকাতে পারব, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। তানজিম সাকিব ​​গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছে, আমরা নতুন বলে উইকেট চাই এবং সে আজ তার ক্যারেক্টার দেখাল। এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, শেষ দুয়েক ওভার তারা সত্যিই ভালো বোলিং করেছে। ক্রিকেটে এটা হতেই পারে।'

'সে সর্বশেষ কয়েক সিরিজেই দারুণ বোলিং করেছে। অনুশীলনেও কঠোর পরিশ্রমী। আমরা ১০–১৫ বছর ধরেই লেগ স্পিনারের অভাব বোধ করেছি। আশা করি, সে নিজের ফর্ম ধরে রাখতে পারবে। নিউইয়র্কের মাঠে আসা সব ভক্ত-সমর্থকদের ধন্যবাদ, আশা করি তারা ওয়েস্ট ইন্ডিজেও থাকবে।' 

Details Bottom