Image

আজ থেকে শুরু আইপিএল, এবার যা কিছু নতুন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আজ থেকে শুরু আইপিএল, এবার যা কিছু নতুন

আজ থেকে শুরু আইপিএল, এবার যা কিছু নতুন

আজ থেকে শুরু আইপিএল, এবার যা কিছু নতুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হচ্ছে আজ থেকে। চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন হবে টুর্নামেন্ট। আইপিএল মানে আলাদা এক উত্তেজনা দর্শক মনে। ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটি এমন এক জায়গা তৈরি করেছে, যা অনন্য। অন্যান্য টি-টোয়েন্টি লিগ যতটা আকর্ষণ কুড়ায়, আইপিএল সেখান থেকে যোজন যোজন এগিয়ে।

ভারতের লোকসভা নির্বাচন আসন্ন। আইপিএল তাই দুই ভাগে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। এখন পর্যন্ত প্রথম ভাগের ম্যাচ সূচি পাওয়া গেছে। বাকিটা লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে হয়ত জানা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। 

যেখানে বিশ্বের ক্রিকেট-খেলুড়ে দেশের সেরা তারকারা আসেন, খেলেন। এবারও ব্যতিক্রম নয়। ব্যাটারদের মারমার-কাটকাট অবস্থা, বোলারদের বুদ্ধিমত্তা, ফিল্ডারদের দক্ষতা- সবই হয়ত ২০২৪ আইপিএল দেখাবে। আর এখানে যারা ইতিবাচক ফর্ম নিয়ে শেষ করবেন, তাঁদের দিকে তাকিয়ে থাকবে ২০ ওভারের বিশ্বকাপ। 

আইপিএলের আসন্ন আসরের জন্য ইতোমধ্যে ব্রডকাস্টার, ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা হয়েছে। যেখানে ইংরেজির পাশাপাশি, ভারতীয় হিন্দি ভাষা থাকছে। শুধু তাই নয়, ভারতের অন্যান্য আরও কিছু ভাষার উপস্থিতি থাকবে। ধারাভাষ্যকার প্যানেলে বিদেশি বড় বড় নামগুলো স্থান করে নিয়েছে। এছাড়াও ভারতের পরিচিত মুখগুলো থাকছে।

নতুন তেমন কোনো নিয়ম নেই এবারের আইপিএলে। তবে বোলারদের ক্ষেত্রে দুই বাউন্সার দেওয়ার নিয়ম চালু হয়েছে। যেখানে আগে এক বাউন্সার দিতে পারতেন তাঁরা। প্রতিটি দল টসের পরে দলীয় একাদশ ঘোষণা করবে। পাঁচ জন অতিরিক্ত বদলি খেলোয়াড় রাখার ব্যবস্থা থাকছে। যা ‘ইম্প্যাক্ট প্লেয়ার রুল’ হিসেবে পরিচিত। যেখানে একজন খেলোয়াড় বদলি হতে পারবে ম্যাচ চলাকালীন সময়ে। তাঁকে অবশ্যই ভারতীয় হতে হবে। যদি অতিথি খেলোয়াড় হয়, সেক্ষেত্রে বিদেশি ৪ জন ব্যবহার করতে হবে শুরু থেকে। ওয়াইড ও নো বল রিভিউ পদ্ধতি থাকছে। 

কিছু নতুন খবর যোগ হয়েছে এই আইপিএলে। যেখানে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন। শুধু ফেরেননি, রোহিত শর্মা নয়, মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে পান্ডিয়াকে। 

চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে সরে গেছেন মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএল হতে পারে ধোনির শেষ টুর্নামেন্ট। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। 

অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার মিচেল স্টার্ক সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে কোলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। তাঁকে রেকর্ড ২.৩ মিলিয়ন ডলারে ক্রয় করেছে কোলকাতা। রিশাব পান্ট দীর্ঘ ইনজুরির পর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে ফিরছেন। 

মুম্বাই ও চেন্নাই; দুই দলই ৫ টি করে শিরোপা জিতেছে। তাঁদের লক্ষ্য এখন ষষ্ঠ শিরোপার দিকে। আজ, শুক্রবার, বাংলাদেশ সময় ৮.৩০ মিনিটে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three