বাংলাদেশ সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড় ধাক্কা!
-
1
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
2
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
-
3
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
4
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
-
5
ভীষণ দুঃখজনক - আইপিএল থেকে মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ব্যথিত মঈন আলী
বাংলাদেশ সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড় ধাক্কা!
বাংলাদেশ সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড় ধাক্কা!
বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন ভারতীয় শিবিরে দুঃসংবাদ। পিঠের চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার শিবম দুবে। স্কোয়াডে দুবের বদলি হিসেবে ডাকা হয়েছে তিলক বর্মাকে। ফের ভারতীয় জার্সিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিলক।
গোয়ালিয়রে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগের দিন বিসিসিআই জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না শিবম দুবের, বদলি তিলক বর্মা।
পিঠে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার দুবে। এর আগে ইরানি ট্রফিতেও একই কারণে মুম্বাইয়ের হয়ে খেলতে পারেননি শিবম। এবার জাতীয় দল থেকেও ছিটকে গেলেন তিনি। সেই জায়গায় সুযোগ পেলেন তরুণ ব্যাটার তিলক বর্মা। প্রায় একবছর পর ভারতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন হতে চলেছে তিলকের।
আজ রবিবার সকালে তিলক গোয়ালিয়রে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবেন। তিনি যদি প্রথম টি-টোয়েন্টিতে খেলেন, তাহলে কার্যত বিনা অনুশীলনেই তাঁকে ২২ গজে নামতে হবে।
বাংলাদেশ সিরিজ ভারতের স্কোয়াড-
সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিংকু সিং, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, নিতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা (উইকেটকিপার), আর্শদ্বীপ সিং, মায়াঙ্ক যাদব ও তিলক বর্মা।
