প্রোটিয়াদের হতাশায় ডুবিয়ে ভারতের শিরোপা পুনরুদ্ধার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রোটিয়াদের হতাশায় ডুবিয়ে ভারতের শিরোপা পুনরুদ্ধার

প্রোটিয়াদের হতাশায় ডুবিয়ে ভারতের শিরোপা পুনরুদ্ধার

প্রোটিয়াদের হতাশায় ডুবিয়ে ভারতের শিরোপা পুনরুদ্ধার

বার্বাডোজের বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি ট্রফি জেতা হল না দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের ট্রফির ফাঁকা ক্যাবিনেটের বাড়ল আরও অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিাহাসে ফাইনালে দলীয় সর্বোচ্চ ১৭৬ রানের সংগ্রহ, আর তাতেই রূপকথা; ১৭ বছর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভারত। 

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর কেটে গিয়েছে ১৭ বছর। আজ আবার বার্বাডোজে লেখা হল ইতিহাস, রোহিত শর্মার দল জিতল বিশ্বকাপ। ৩০ বলে ৩০ রানের সহজ সমীকরণ মেলাতে ব্যর্থ প্রোটিয়া ব্যাটাররা। ৭ রানের পরাজয়ে ট্রফি ছোঁয়ার অপেক্ষা বাড়ল দক্ষিণ আফ্রিকার। 

'চোকার্স' তকমা ঘুচিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ওঠা হল না দক্ষিণ আফ্রিকার। ফাইনাল ম্যাচে এসে ৭ ম্যাচ শেষে ভিরাট কোহলি পেয়েছেন টুর্নামেন্টে তার প্রথম ফিফটি। আগের ৭ ম্যাচে মোটে ৭৫ রান করা কোহলি আজ খেলেছেন ৭৬ রানের অনিন্দ্য সুন্দর এক ইনিংস। ২০ ওভারে ১৭৬ রান পাওয়া ভারতের চোখ শিরোপা পুনরুদ্ধারে। এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে খেলা কোনো দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ। ভারতের মতো বিশ্বসেরা বোলিং আক্রমণের বিপক্ষে বেশ কঠিন কাজটাই করতে ব্যর্থ হন আফ্রিকান ব্যাটাররা। 

বিপরীতে প্রথম টি-টোয়েন্টি ট্রফির খোঁজে দক্ষিণ আফ্রিকা ইনিংসের শুরুতেই হারিয়ে বসে জোড়া উইকেট। ১৫ বলের মধ্যে বুমরাহ আর আর্শদ্বীপ মিলে বিদায় করেন হেনড্রিক্স, মার্করামকে। প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকা উইকেটশূন্য থাকলেও পরপর দুই ওভারে সমান ৪ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওপেনার হেনড্রিক্স আর অধিনায়ক এইডেন মার্করাম। 

শুরুর ধাক্কা অবশ্য মুহূর্তেই সামলে নেয় দক্ষিণ আফ্রিকা। বিধ্বংসী ওপেনার কুইন্টন ডি কককে যোগ্য সঙ্গ দিতে থাকেন ট্রিস্টান স্টাবস। ৩৮ বলেই তাদের করা রানের সংখ্যা ৫৮। দারুণ খেলতে থাকা স্টাবস আরও আগ্রাসী হতে গিয়ে আক্সারের সোজা ডেলিভারিতে হয়েছেন বোল্ড। ফেরার আগে ২১ বলেই স্টাবস করে ফেলেন গুরুত্বপূর্ণ ৩১ রান। নতুন ব্যাটার হেনরিখ ক্লাসেন ৪ বল ডট দিয়ে ৬ হাঁকিয়ে খুলেন রানের খাতা। 

জাদেজা, কুলদ্বীপের পরের দুই ওভারে আরও দুই ছক্কা হাঁকিয়ে বসেন ভয়ংকর ক্লাসেন। আর্শদ্বীপ অ্যাকশনে আসতেই ভারতের মেলে সাফল্য। জুটি ভাঙলেন আর্শদ্বীপ। তাঁর বলে আউট ডি'কক। ৩৯ রানের ইনিংস খেলা কক বল খরচ করেন ৩১টি। তবে ভারতীয়রা থামাতে পারেনি ক্লাসেনকে। একাই ৬ বলের মধ্যে আক্সারকে খরচ করান ২৪ রান। বিশ্বকাপ জয়ের জন্য এক ওভারেই দক্ষিণ আফ্রিকা পেয়ে যায় ৩০ বলে ৩০ রানের সহজ সমীকরণ। 

হার্দিক পান্ডিয়ার বল তুলে দিয়েই অধিনায়ক রোহিতের বাজিমাত। ওয়াইড লাইনে বল ছুড়ে পান্টের গ্লাভসে ক্যাচ বানান বিধ্বংসী ক্লাসেনকে। ভারতের উচ্ছ্বাসের কেন্দ্রে বোলার হার্দিক, ২৭ বলে ৫২ রানে থামে ক্লাসেন ঝড়। যা তিনি সাজিয়ে যান ৫ ছক্কা ও ২ চারে।