Image

সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের। ভারতের কাছে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে হারের ফলে টুর্নামেন্ট থেকে টাইগারদের বিদায় প্রায় লিখিত। অ্যান্টিগায় আগে ব্যাট করতে নামা ভারত ২০ ওভারে করে ১৯৬ রান। পাহাড়সম টার্গেট টপকাতে নেমে বাংলাদেশের সেই পুরানো ব্যাটিং বিপর্যয়। শেষ পর্যন্ত ১৪৬ রান করতে পারা বাংলাদেশ ম্যাচ হারল ৫০ রানে। 

বিশ্বকাপের সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে নেমে বাংলাদেশের খেলোয়াড়রা দেখাল অসহায় আত্মসমর্পণ। পুরো ম্যাচজুড়ে ভারতেরই একচ্ছত্র আধিপত্য ছিল। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয়দের কঠিন পরীক্ষায় ফেলতে ব্যর্থ নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপ সেমিফাইনালে খেলার স্বপ্ন এখানেই শেষ বাংলাদেশের। তবে বাকি আছে আফগানিস্তানের বিপক্ষে কেবল সূচির খেলা। 

১৯৭ রানের পাহাড়সম টার্গেট টপকাতে নেমে শুরুটা বেশ দেখে-শুনেই করে বাংলাদেশের দুই ওপেনার। আগের ম্যাচ গুলোতে ব্যর্থ হওয়া তানজিদ হাসান তামিম এদিন ছিলেন স্বাচ্ছন্দ্যে। যেই লিটন দাস আগ্রাসী হতে গেলেন হারিয়েছেন উইকেট। হার্দিককে আগের বলে ওভার মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে লিটন ক্ষান্ত হননি, পরের বলেও ফের বাউন্ডারির আশায় মিস টাইমিংয়ে হয়েছেন ক্যাচ। 

ব্যক্তিগত ১৩ রানে লিটন দাস প্যাভিলিয়নে ফিরলেন ভাঙে ৩৫ রানের উদ্বোধনী জুটি। তিনে নামা তানজিদ তামিম তখন সঙ্গী হিসাবে পান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। পাওয়ার প্লের মাঝেই বাংলাদেশ হারাতে গিয়েছিল তামিমের উইকেট। ২৪ রানে থাকা তামিম বুমরাহর বলে ব্যাট ছুঁয়েও রিশাবের কল্যাণে বেঁচে যান। স্কোরবোর্ডে ৪২ রান তুলে বাংলাদেশ শেষ করে শুরুর ৬ ওভার। 

কুলদ্বীপ যাদব যেই অ্যাকশনে এলেন লেগ বিফোরে উইকেট হারান তানজিদ হাসান তামিম। ৩১ বলের মধ্যে ডট দিয়েছেন ১৫ টি, ৪ বাউন্ডারিতে রান পেয়েছেন ২৯। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি তামিম, হতাশ হয়ে ফিরলেন সাজঘরে। কুলদ্বীপ নিজের পরের ওভারে আরও এক উইকেট দখলে নেন। এবার লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাওহীদ হৃদয়কে। ফের ব্যাট হাতে ব্যর্থ সাকিব। কুলদ্বীপের ঝুলিতে গেল আরও এক উইকেট। 

এরপর ৩২ বলে ৩০ রান করে অধিনায়কের বিদায়। ১ রানের বেশি করতে পারেননি জাকের আলি অনিক। জাসপ্রীত বুমরাহ আর আর্শদ্বীপ সিং পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে পুরোপুরিভাবে ছিটকে দেন ম্যাচ থেকে। শেষদিকে রিশাদ হোসেন ১০ বলে ২৪ রানের ক্যামিওতে কমিয়েছেন হারের ব্যবধান। ৩ ছক্কা ও ১ চারের মারে এই দারুণ ইনিংস খেলে যান। ইনিংস শেষের ঠিক এক বল আগে মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ রান নিয়ে ফিরে যান প্যাভিলিয়নে, বাংলাদেশ হারায় ৮ম উইকেট। 

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে বাংলাদেশ। ভারতের ৫০ রানের বড় জয়। টানা দুই জয়ে তাদের সহজ হয়ে গেল সেমির পথ। 

Details Bottom