Image

ভারতের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ

মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডার মধ্যকার খেলা দিয়ে ডালাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, এর আগে সবার চোখ থাকবে নিউইয়র্কে। যেখানে শনিবার স্থানীয় সময় সকালে ভারত তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের বিপক্ষে। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ডালাসে বৃষ্টির কারণে বাংলাদেশ খেলতে পারেনি বিশ্বকাপে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ। ফলে দ্বিতীয় ম্যাচই তাই বাংলাদেশের জন্য একমাত্র, যেখানে প্রতিপক্ষ ভারত। ম্যাচটি নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। বিশ্রামে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আর ভারতীয় দলে নেই কেবল ভিরাট কোহলি। 

এই প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ নিউইয়র্কে এসেছে, এবং বাংলাদেশ-ভারত খেলাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জন্য একটি ড্রেস রিহার্সাল হিসেবে কাজ করবে। আইসিসি এই ম্যাচের আগে দর্শকের কাছে ৭ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে এবং গুরুত্বপূর্ণভাবে, খেলাটি ডিজনি স্টার এবং হটস্টারে সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশে দেখা যাবে নাগরিক টিভি ও টফিতে। 

আজকের প্রস্তুতি ম্যাচের পর বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে এখানেই, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ জুন। আর ৮ জুন ডালাসে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লড়াইয়ে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। 

বাংলাদেশ একাদশ-

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার,  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

ভারত একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ইয়াশভি জাইসাওয়াল, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট, সাঞ্জু স্যামসন, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদ্বীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Details Bottom