Image

বাংলাদেশের বিপক্ষে ভারত নারী দলের স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের বিপক্ষে ভারত নারী দলের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে ভারত নারী দলের স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে ভারত নারী দলের স্কোয়াড ঘোষণা

চলতি মাসের শেষভাগে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ভারত নারী দল। এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সফরকারীরা। 

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ১৬ সদস্যের স্কোয়াড জানিয়েছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। 

দলের নেতৃত্ব যথারীতি হারমানপ্রীত করের কাঁধে। তাঁর ডেপুটি হয়ে বাংলাদেশে আসবেন স্মৃতি মান্দানা। 

২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানারা। সিরিজের সবকটি ম্যাচ হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ম, ২য় ও ৫ম ম্যাচ হবে। আউটার স্টেডিয়ামে হবে ৩য় ও ৪র্থ ম্যাচ। ৫ টি-টোয়েন্টি খেলে ১০ মে বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলা হবে দিবারাত্রির, শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। আউটারের ম্যাচগুলো শুরু হবে বেলা ২ টা থেকে। 

 

Harmanpreet Kaur (C), Smriti Mandhana (VC), Shafali Verma, Dayalan Hemalatha, Sajana Sajeevan, Richa Ghosh (wk), Yastika Bhatia (wk), Radha Yadav, Deepti Sharma, Pooja Vastrakar, Amanjot Kaur, Shreyanka Patil, Saika Ishaque, Asha Sobhana, Renuka Singh Thakur,Titas Sadhu#BANvIND https://t.co/roM0RUyoQr pic.twitter.com/Wt6bWA8oN8

— BCCI Women (@BCCIWomen) April 15, 2024

ভারত নারী দলঃ 

হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্দানা (সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলতা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দিপ্তী শর্মা, পুজা বস্ত্রকার, আমানজোত কর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোবহানা, রেনুকা সিং ঠাকুর, তিতাস সান্ধু। 

ভারত নারী দলের বাংলাদেশ সফরের সূচিঃ

২৩ এপ্রিল- বাংলাদেশে পৌঁছাবে ভারতীয় নারী দল 

১ম টি-টোয়েন্টি- ২৮ এপ্রিল, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম  
২য় টি-টোয়েন্টি- ৩০ এপ্রিল, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 
৩য় টি-টোয়েন্টি- ২ মে, ২ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার
৪র্থ টি-টোয়েন্টি- ৬ মে, ২ টা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আউটার
৫ম টি-টোয়েন্টি- ৯ মে, ৬ঃ৩০, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

১০ মে- ভারত নারী দল বাংলাদেশ ছাড়বে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three