Image

আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম

আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম

আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম

আবারও অবসর ঘোষণা পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। আরও একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ইমাদ পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।

২০২৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ ওয়াসিম। কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার দলে ফেরেন। ১৫ জনের দলে তাকে রাখা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। 

ফের একবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ঘোষণা করলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে এবং ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইমাদ রান করেছেন মোট ১৫৪০, এছাড়া বল হাতে নিয়েছেন ১১৭ উইকেটও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ শুক্রবার আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা নিজেই জানান ইমাদ ওয়াসিম, 

'অনেক চিন্তা ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ব মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল সর্বোচ্চ সম্মানের। সবুজ জার্সি পড়ার প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয়। এই অধ্যায় শেষ হওয়ায়, আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এগিয়ে চলার দিকে তাকিয়ে আছি। আশা করি, সবাইকে আামি নতুন উপায়ে বিনোদন দিয়ে যাব।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three