সুর্যকুমার ও রউফকে জরিমানা করে ফারহানকে সতর্ক করল আইসিসি
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 1 দিন আগেআপডেট: 3 মিনিট আগে
সুর্যকুমার ও রউফকে জরিমানা করে ফারহানকে সতর্ক করল আইসিসি
সুর্যকুমার ও রউফকে জরিমানা করে ফারহানকে সতর্ক করল আইসিসি
ক্রিকেটে ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। মাঠে প্রতিটি বলেই যেমন রোমাঞ্চ, মাঠের বাইরে সেটি রূপ নেয় নানা বিতর্কে। চলমান এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। ভারত–পাকিস্তান ম্যাচের পর এবার আলোচনায় উঠে এসেছেন দুই দলের কয়েকজন ক্রিকেটার। রাজনৈতিক মন্তব্য, বিতর্কিত অঙ্গভঙ্গি ও উদযাপনের কারণে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, পাকিস্তানি পেসার হারিস রউফ এবং সতর্ক করা হয়েছে ব্যাটার সাহিবজাদা ফারহানকে।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব ভারতের জয়কে উৎসর্গ করেন কাশ্মীরের পেহেলগামে হামলার শিকার ব্যক্তিদের এবং ভারতীয় সেনাদের প্রতি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে যে, তার মন্তব্য রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ। আইসিসি এমন মন্তব্যকে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য করে জরিমানা করেছে সূর্যকুমারকে। শুনানি পরিচালনা করেন অভিজ্ঞ ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। সিদ্ধান্ত অনুযায়ী, সূর্যকে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হবে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এখনো এ আপিল শুনানি হয়েছে কি না বা কবে হবে, তা নিশ্চিত নয়। ক্রিকেট মহলে এ ঘটনাকে ঘিরে চলছে তুমুল আলোচনা।
শুধু ভারত নয়, পাকিস্তানও রেহাই পায়নি অভিযোগ থেকে। সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে হারিস রউফকে দেখা যায় ‘৬-০’ অঙ্গভঙ্গি করতে। এছাড়া তিনি বিমান ভূপাতিত হওয়ার ভঙ্গিমা করে উদযাপন করেছিলেন। ভারতের পক্ষ থেকে এটি নিয়ে অভিযোগ করলে আইসিসি শুনানির পর হারিসকেও সূর্যকুমারের সমান শাস্তি দিয়েছে, ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা।
আরেক পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান ম্যাচে ফিফটি হাঁকিয়ে ‘গানশট’ ভঙ্গিতে উদযাপন করেছিলেন। আইসিসি এটি সরাসরি শাস্তিযোগ্য মনে না করলেও আনুষ্ঠানিক সতর্কবার্তা দিয়েছে তাকে।
এবারের এশিয়া কাপে পাক ভারত মাঠের লড়াইয়ের চেয়েও মাঠের বাইরের এসব ঘটনা উত্তাপ বাড়িয়েছে দ্বিগুণ। চলমান এশিয়া কাপে দুইবার মুখোমুখি হয়ে দুবারই সহজ জয় তুলে নিয়েছে ভারত। এবার অপেক্ষা ২৮ সেপ্টেম্বরের ফাইনালের, যেখানে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ক্রিকেট বিশ্লেষকদের মতে, মাঠের ভেতরের প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটের সৌন্দর্য হলেও মাঠের বাইরের এসব মন্তব্য ও উদযাপন খেলাটির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। তাই আইসিসির কড়া নজরদারিই হয়তো এখন একমাত্র সমাধান।