তাসকিন কেন বেঞ্চে; হারের পর মাশরাফির যত অভিযোগ
তাসকিন কেন বেঞ্চে; হারের পর মাশরাফির যত অভিযোগ
তাসকিন কেন বেঞ্চে; হারের পর মাশরাফির যত অভিযোগ
ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন, নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। উইকেটে দেখে ১৫০-১৬০ রানের স্কোরকে ভালো বলেছেন তিনি। সেখানে ভারতীয় ব্যাটাররা করেছে ১৯৬। দলের সহ-অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদের জায়গায় ফেরানো হয় জাকের আলি। চরমভাবে ব্যর্থ জাকের, শেষপর্যন্ত বাংলাদেশের ৫০ রানের হার। প্রাক্তন অধিনায়ক মাশরাফি বুঝতে পারছেন না, দলের সেরা পেসার তাসকিন কেন বেঞ্চে। রিশাদকে নিয়ে আশাবাদী মাশরাফির কণ্ঠে মুহূর্তেই ব্যাটিং নিয়ে আক্ষেপ।
অ্যান্টিগায় রোহিত শর্মার বিপক্ষে দাঁড়িয়ে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, এ পিচে ১৫০-১৬০ রানের স্কোর ভালো। তবে ভারত এখানে তুলল ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান। শেষ পাঁচ ওভারেই আসে ৬২, হার্দিকের ২৭ বলে পঞ্চাশের অপরাজিত ইনিংস। পাহাড়সম টার্গেট টপকাতে নেমে বাংলাদেশের সেই পুরানো ব্যাটিং বিপর্যয়। শেষ পর্যন্ত ১৪৬ রান করতে পারা বাংলাদেশ ম্যাচ হারল ৫০ রানে।
প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশের এমন পরাজয়ের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন,
'সাউথ আফ্রিকা আর আমেরিকার খেলা দেখেই বোঝা গিয়েছিলে এই উইকেট অন্য মাঠের মতো না, এখানে রান হবে। আমরা প্রথম ম্যাচে জাকেরকে বসিয়ে মেহেদীকে খেলিয়েছি কারণ অবশ্যই দুই ওপেনারই বাঁহাতি ছিল। এমনিতে দল রান করতে পারছেনা সেখানে একজন ব্যাটসম্যান কমিয়ে অফস্পিনার খেলানো অবশ্যই সাহসী সিদ্ধান্ত আমার কাছে মনে হয়েছিল। আজ ও মেহেদী খেলেছে এবং ভালো বলও করেছে কিন্তু সেটা তাসকিনকে কেন বসিয়ে সেটা বুঝতে পারিনি। যতোটুকু জানি ২০২২ এর বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত তাসকিন যতোগুলো ম্যাচ খেলেছে স্রেফ আগের ম্যাচটাই অর্থাৎ অস্ট্রেলিয়ার সাথেই সে শুধু উইকেটলেস ছিল, তারপর আবার বিগতো দুইবছর তার ইকোনমি রেটও সাত এর নিচে। সুতারাং পরিস্কার যে আমরা আমাদের সেরা বোলার এবং জেনুইন উইকেট টেকিং অপশন বাহিরে রেখেই এই ম্যাচ খেলতে নেমেছি। তানজিম সাকিব এবং রিশাদ এই দুজন আসলেই অসাধারণ। দুজনই বিশ্বকাপের শুরু থেকেই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছে। আমি আসলে রিশাদকে নিয়ে দারুণ আশাবাদী কারণ একজন লেগ স্পিনার আমাদের ক্রিকেটে সত্যিই দরকার ছিল।
বাংলাদেশের ভালো করতে হলে আসলে ব্যাটিং ভালো করাই লাগবে, এর কোন বিকল্প নাই। কারণ সবসময়ই স্লো উইকেট পাওয়া সম্ভব না বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। ভালো ব্যাটিং উইকেটে রান হবে এটাই স্বাভাবিক সেখানে আমরা রান করতে না পারলে শুধু বোলিং দিয়েই এই সব টুর্নামেন্টে রেজাল্ট আশা করা যাবেনা। আরও একটা ম্যাচ বাকি, ইনশাল্লাহ ভালোভাবে শেষ করুক সেই আশাই করি। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।'