উইকেট পেয়ে উদযাপনের ব্যাখ্যা দিলেন হাসান মাহমুদ
উইকেট পেয়ে উদযাপনের ব্যাখ্যা দিলেন হাসান মাহমুদ
উইকেট পেয়ে উদযাপনের ব্যাখ্যা দিলেন হাসান মাহমুদ
রোহিত শর্মা, ভিরাট কোহলি, শুবমান গিল এই ৩ জনের উইকেট শিকার করে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম সেশন টা স্বপ্নের মত শুরু করেছিলো টাইগার পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় সেশনেও ব্যাটারকে চাপে রাখেন হাসান। শিকারের তালিকায় যোগ হয় উইকেটে প্রায় থিতু হয়ে যাওয়া রিশাব পান্ট।
শুরুর দিকে উইকেট শিকার করে উদযাপন করতে দেখা যেতো না হাসান মাহমুদকে। তবে আজ রোহিত, ভিরাটদের আউট করে কিছু উৎযাপন করতে দেখা যায় যাকে। আগে উইকেট উৎযাপন করতেন না কিন্তু এবার করলেন , ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন ই প্রশ্নের সম্মুখীন হয়েছেন হাসান মাহমুদ।
উত্তরে হাসান বলেন, "আসলে এটা উদযাপন ছিল না। স্বাভাবিক অনুভূতি ছিল এটা আমার দিক থেকে, যে আমি ব্যাটারকে ফেরাতে পেরেছি। এরকমই ছিল।"
কোন উইকেটটি সবচেয়ে ভালো লেগেছে এই প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কারো নাম বলেননি। "আসলে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার জোনে ছিলাম আমি। ১০ উইকেট তুলে নিতে পারল ভালো হত। ফলে কিছু কাজ এখনও বাকি আছে।"
প্রথম ২ সেশনে ভারতের বিপক্ষে অসাধারণ করেছে বাংলাদেশের বোলাররা। মাত্র ১৪৪ রানেই ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিলো তারা। তখন মনে করা হচ্ছিলো স্বাগতিকদের খুব অল্প রানেই বেঁধে ফেলতে পারবে সফরকারীরা। তবে তৃতীয় সেশনে জাদেজা আর আশ্বিনের ব্যাটিংয়ে তা সম্ভব হয়নি।
দ্বিতীয় দিনে বোলিংয়ে এসে কত রানের মধ্যে ভারতকে আটকাতে চান সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, "আমার কাছে মনে হচ্ছে ৪০০ এর আগে অলআউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে মনে হয়। উইকেট এখন অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। অনেক ব্যাটিং সহায়ক এখন। আমরা চেষ্টা করছি কীভাবে চাপ দেওয়া যায় সেভাবে বল করার। কালকে ইন শা আল্লাহ এটাই হবে।"
বাংলাদেশ দলের অবস্থান নিয়ে হাসান বলেন, "প্রথম থেকে আসলে বোলাররা চেষ্টা করেছে ভালো করার। উইকেট এখন ভালো হয়ে গিয়েছে। বোলাররা চেষ্টা করছে কীভাবে বাউন্ডারি কমিয়ে রান আটকে রেখে বল করা যায়। একটা মোমেন্টাম ছিল আমাদের দিকে, এখন শিফট হয়ে গেছে। অবশ্যই ক্রিকেট খেলা যেকোনো কিছু হতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে যেন ভালো কিছু করতে পারি।"
তৃতীয় সেশনে ভারতীয় ব্যাটারদের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশী বোলাররা। এটা কি বোলাররা ছন্দ হারালো নাকি পিচের আচরণ?
হাসান বলেন, "আমার মনে হয় বোলিংটা আরেকটু ইকোনোমিক্যাল, আরেকটু গোছানো হতে পারত। চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায়। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। চেষ্টা করলে আশা করি ৪০০ এর আগে অলআউট করতে পারব ইন শা আল্লাহ।"