Image

হার্দিক পান্ডিয়ার কঠিন সময়, সমালোচনায় গাভাস্কার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হার্দিক পান্ডিয়ার কঠিন সময়, সমালোচনায় গাভাস্কার

হার্দিক পান্ডিয়ার কঠিন সময়, সমালোচনায় গাভাস্কার

হার্দিক পান্ডিয়ার কঠিন সময়, সমালোচনায় গাভাস্কার

হার্দিক পান্ডিয়ার জন্য সময়টা বেশ কঠিন যাচ্ছে। ঘরের মাঠ থেকেও সমর্থন হারিয়ে বসছেন তিনি। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কের দায়িত্ব উঠেছে হার্দিকের কাঁধে। দায়িত্ব, ব্যাটিং ও বোলিং কোথাওই যেন পেরে উঠছেন না তিনি। রবিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বড় রান তাড়া করে রোহিত শতক হাঁকিয়েছেন। তবুও মুম্বাইয়ের পক্ষে জয় আসেনি। এদিকে হার্দিককে সমালোচনায় বিদ্ধ করছেন ক্রিকেট বিশ্লেষকরাও। 

ওয়াংখেড়ে স্টেডিয়াম; মুম্বাইয়ের ঘরের মাঠ। সমর্থন আশা করা উচিত নীল দলের পক্ষে। কিন্তু এদিন চেন্নাইয়ের দেওয়া ২০৭ রান তাড়া করতে যাওয়া হার্দিকের মুম্বাই যেন খাবি খেতে থাকে এমন পরিস্থিতিতে। রোহিত হাঁকিয়ে বসলেন শত রান, রইলেন অপরাজিত। তবুও ২০ রানের ব্যবধান থেকে গেল। 

প্রথম ইনিংসে হার্দিক সংগ্রহ করেন ২ উইকেট। কিন্তু রানের হিসাবটা বড়, ৪৩, বল করেছেন ৩ ওভার। মহেন্দ্র সিং ধোনির হাতে ৩ ছক্কা খেয়েছেন ইনিংসের শেষ ওভারে। সেই ওভারে আসে ২৬ টি রান। 

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের বিশ্লেষণে সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার হার্দিক প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, “একটা ছয় ঠিক আছে। পরেরটা আবারও লেন্থ বল, যখন আপনি জানেন ব্যাটার লেন্থ বলে মারার জন্য বসে আছে। তৃতীয় বলটা, লেগ সাইডে একটা ফুল টস, সে এটার অপেক্ষাতেই ছিল এরপর ছয় হয়েছে। একেবারেই সাধারণ মানের বোলি, সাধারণ মানের অধিনায়কত্ব। আমি বিশ্বাস করি চেন্নাইকে ১৮৫ বা ১৯০ এর মধ্যে থামানো উচিত ছিল।” 

গাভাস্কারের সাথে একই আলোচনায় ছিলেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন। হার্দিককে নিয়ে করা সমর্থকদের সমালোচনা ও গ্যালারি থেকে দেওয়া ধ্বনি উল্লেখ করে তিনি বলেন,“সে (হার্দিক) এমন আচরণ করছিল যে সে খুব সুখী। সে কিন্তু সুখী নয়। আমি এসবের মধ্যে দিয়ে এসেছি। আমি এরকম উত্তপ্ত অবস্থায় ছিলাম, আমি জানি এটা আপনাকে ভোগাবেই।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three