শেবাগের বিশ্বকাপ একাদশে নেই হার্দিক পান্ডিয়া
শেবাগের বিশ্বকাপ একাদশে নেই হার্দিক পান্ডিয়া
শেবাগের বিশ্বকাপ একাদশে নেই হার্দিক পান্ডিয়া
ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ তার পছন্দের একাদশ দিয়েছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। ভারতীয় দল কেমন হবে তা নিয়ে নানা কাঁটাছেড়া চলছে সাবেক ভারতীয়দের মধ্যে। শেবাগের একাদশে নাম নেই হার্দিক পান্ডিয়ার। মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়কের বর্তমান ফর্ম এখানে কারণ হিসেবে বিবেচিত হয়েছে সন্দেহ নেই।
ক্লাব প্রেইরি পডকাস্টে আলাপ করতে গিয়ে শেবাগ নিজের ভারতীয় একাদশ বানিয়েছেন। যেখানে তার একাদশে অবাক করার মতো দুই একটি নামের কম-বেশি মনে হতে পারে।
এই সাবেক ওপেনার সন্দীপ শর্মাকে বোলিং ইউনিটে যুক্ত করেছেন। যে নামটি ভারতীয় স্কোয়াডে বিবেচনা হবে, এমন ভাবনা আসার কথা না। আর্শদ্বীপ সিং বা মুকেশ কুমার, কোনো পেসারকে রাখেননি শেবাগ।
শিভাম দুবে ও রিংকু সিং এর মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়ার পক্ষে তিনি। তাই দুজনকে একই পজিশনে রেখেছেন। দুবে আইপিএলের চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ফর্ম ধরে রেখে খেলছেন। সর্বশেষ ম্যাচেও ২৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। মিডল ভাগে ব্যাট করার জন্য, হার্দিকের চেয়ে দুবে বা রিংকুর প্রতি আস্থা রেখেছেন শেবাগ।
সাবেক এই ক্রিকেটার উইকেটরক্ষক হিসেবে পছন্দ করেছেন রিশাব পান্টকে। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ইতোমধ্যে পান্ট নিজেকে জানান দিয়েছেন, ফিরেছেন বড় এক ইনজুরি থেকে। পান্টকে একাদশে যুক্ত করা অনেকটা অনুমেয় ব্যাপার।
পেস বোলিংয়ে সন্দীপ ছাড়াও জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ একাদশে আছেন। আর স্পিনে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের প্রতি ভরসা শেবাগের। আক্সার প্যাটেল বা যুজবেন্দ্র চাহালের মেলেনি সুযোগ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল আগামী ২৮ এপ্রিলের মধ্যে প্রকাশ করবে ভারত, এমনটি ধারণা করা হচ্ছে।
শেবাগের ভারতীয় একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশাসভি জাইসাওয়াল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার যাদব, রিশাব পান্ট (উইকেটরক্ষক), রিংকু সিং/ শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, সন্দীপ শর্মা।