Image

ফ্ল্যাশব্যাক: বাংলাদেশের শেষ ভারত সফরে কী হয়েছিল?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফ্ল্যাশব্যাক: বাংলাদেশের শেষ ভারত সফরে কী হয়েছিল?

ফ্ল্যাশব্যাক: বাংলাদেশের শেষ ভারত সফরে কী হয়েছিল?

ফ্ল্যাশব্যাক: বাংলাদেশের শেষ ভারত সফরে কী হয়েছিল?

শেষবার বাংলাদেশ দল টেস্ট সিরিজের জন্য ভারত সফর করেছিল ২০১৯ সালে, ভিরাট কোহলি অ্যান্ড কোং স্বাচ্ছন্দ্যে টাইগারদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল। ২০১৯ সালের পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। এটি হবে দুই দলের মধ্যে নবম সিরিজ। এবং এই মাসের শুরুতে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হতবাক করে, ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের রেকর্ডের আশা করছে বাংলাদেশ। পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। 

টেস্টে বাংলাদেশের উপরে একতরফা ছড়ি ঘুরিয়েছে ভারত, ২৪ বছরের খরা কাটাতে এবার মরিয়া টিম টাইগার্স। গত ২৪ বছরে বাংলাদেশ কখনও ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতেনি। টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সাফল্য বলতে ২টি ম্যাচ ড্র, বাকি ১১ টেস্ট জিতেছে ভারত। ২০১৯ সালের পর আবারও ভারতে টেস্ট খেলবে বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর দল ভালো কিছু করে দেখানোর আত্মবিশ্বাস নিয়ে খেলবে। কারণ, সদ্যই যে তারা রাওয়ালপিন্ডিতে হোয়াইটওয়াশ করে এসেছে পাকিস্তানকে। 

বাংলাদেশ সর্বশেষ ২০১৯ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত সফর করেছিল। সেই সিরিজে, ভারত তাদের পেস আক্রমণ থেকে অসাধারণ পারফরম্যান্স পায়। ফলে দুই টেস্টেই ইনিংস জয় তুলে নেয় স্বাগতিকরা। ইন্দোরে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দেয় ভারত। এরপর কোলকাতার ইডেন গার্ডেন্সে পিংক বল টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে পরাজিত করে ভারত।

এবারের ভারত সফরেও টি-টোয়েন্টির সাথে বাংলাদেশ খেলবে টেস্ট। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচটি ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরের গ্রিন পার্কে অনুষ্ঠিত হবে। 

এখন দেখার যে, এবার ভারত সফরে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ চমকপ্রদ কিছু করে দেখাতে পারে কিনা। এই সিরিজকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three