জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে: তাসকিন
জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে: তাসকিন
জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে: তাসকিন
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরুর আগে টাইগার প্যাভিলিয়নে মিলল স্বস্তির খবর। নিজেদের প্রথম ম্যাচ থেকেই সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে দলে পাওয়া নিয়ে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। চোট পাওয়া তাসকিনের ফিটনেস এখন সন্তোষজনক অবস্থায়, ম্যাচ খেলার জন্য আছেন ফিট। ডালাসে অনুশীলনের মাঝে আজ তাসকিনও নিজের মুখে শোনালেন, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই তিনি দৌড়াবেন বল হাতে। দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তাসকিনদের চাওয়া কেবল একটি জয়।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারকা পেসার তাসকিন আহমেদকে পাচ্ছে বাংলাদেশ দল। গেল জিম্বাবুয়ে সিরিজে পাঁজরের ইনজুরিতে পড়ায় তাসকিন খেলতে পারেননি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ, এরপর মিস করেন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও। যুক্তরাষ্ট্রের বর্তমান আবহাওয়ার কারণে সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি টিম টাইগার্স। তবে তাসকিনরা চান, প্রথম ম্যাচেই জিততে। সহ-অধিনায়কের বিশ্বাস, জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে তাসকিন বললেন, 'আসলে আমরা যদি জিততে পারি, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের উন্নতি নিয়ে কাজ করে যাচ্ছি। আশাবাদী যে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।'
চোট কাটিয়ে এখন পুরোদমে বোলিং চালিয়ে যাচ্ছেন এই পেসার। উন্নতি বুঝতে পারছেন নিজেই। প্রায় নিশ্চিত করেই বললেন, প্রথম ম্যাচেই খেলছেন তিনি।
'প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।'