Image

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

১০ উইকেটের জয়ে সবার আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সেমিফাইনালে ইংল্যান্ড। বল হাতে আদিল রশিদের ঘূর্ণি, ক্রিস জর্ডার্নের হ্যাটট্রিক ও ফাইফারে ১১৫ রানেই শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে জস বাটলার চালান তাণ্ডব, মাত্র ৩৮ বলে ৮৩ করে দলকে এনে দেন ১০ উইকেটের বড় জয়। 

ইউএসএ ছয় বলের ব্যবধানে ১১৫/৫ থেকে ১১৫ রানে অলআউট হয়ে যায় এবং এটি ছিল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে একই স্কোরে পাঁচ (বা তার বেশি) উইকেট হারানোর তৃতীয় ঘটনা। বিশ্বকাপ প্রতিযোগিতায় এই ধরনের ঘটনা প্রথম ঘটেছিল ২০১০ সালে গ্রস আইলেটে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ১৯১/৫ থেকে অস্ট্রেলিয়া ১৯১ রানে অলআউট হয়েছিল।

ক্রিস জর্ডান প্রথম ইংল্যান্ড বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন। এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে নবম হ্যাটট্রিক এবং এবারের সংস্করণে গত চার দিনে তৃতীয়। জর্ডানের ৪/১০ বোলিং ফিগার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে তৃতীয় সেরা। তবে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন ১৩ ডট ও ১৩ রান খরচায় ২ উইকেট পাওয়া আদিল রশিদ। 

১১৬ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন অধিনায়ক জস বাটলার। তাকে সঙ্গ দিয়ে ২১ বলে ২৫ করেন আরেক ওপেনার ফিল সল্ট। বাটলার মারমুখী হয়ে পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে নিয়ে আসেন ৬০ রান। ৩২ বলে পঞ্চাশ ছুঁয়ে বাটলার অপরাজিত থাকেন ৮৩ রানে। চারের চেয়ে বেশি ৭টি ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৮ বলে সাজান এই ইনিংস। 

যুক্তরাষ্ট্রের দেওয়া ছোট লক্ষ্য মাত্র ৯.৪ ওভারে তাড়া করে ফেলে ইংল্যান্ড। ইংলিশরা ১০.২ ওভার হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়ে সবার আগে সেমিফাইনালে নাম লেখাল।

Details Bottom