ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন আর্চার
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন আর্চার
ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন আর্চার
জফরা আর্চার আবারও ফিরলেন ইংল্যান্ড দলে। দীর্ঘ সময় চোটে ভোগার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে দেখা যাচ্ছে আর্চারের নাম। এছাড়াও ক্রিস জর্ডান ডাক পেয়েছেন ইংলিশ শিবিরে। রাখা হয়নি ক্রিস ওকসকে। জর্ডানের সুযোগ পাওয়া এবং ওকসের না থাকা- কিছুটা অবাক করতে পারে। এছাড়া বাকি ক্রিকেটার, নিয়মিত খেলছেন যারা তাঁদের মধ্য থেকেই নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। সুযোগ পাওয়া জর্ডান সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ খেলার পর এই সংস্করণে মোট ৮৮ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে যায় তার। অভিজ্ঞতার কথা যেমন বলা হচ্ছে, টি-টোয়েন্টি’তে এখনো অভিষেক হয়নি এমন স্পিনারও আছেন এই দলে। ভারতের বিপক্ষে কিছুদিন আগে প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছিলেন টম হার্টলি। পুরো সিরিজ জুড়ে ২২ টি উইকেট সংগ্রহ করেছেন। এবার সুযোগ মিলেছে বিশ্বকাপের দলে।
ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায় অধিনায়ক জস বাটলার, ফিল সল্ট, উইল জ্যাকস, জনি বেয়ারস্টোর নাম। রাখা হয়েছে বেন ডাকেটকে। অলরাউন্ডার মইন আলি ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেন ইংলিশদের জন্য। হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনরা আছেন স্কোয়াডে, যারা নিচের দিকে ব্যাটিংয়ে সাহায্য করতে পারবেন।
স্পিনে অভিষেকের অপেক্ষায় হার্টলি থাকছেন, তবে নেতৃত্বে দেখা যাবে লেগি আদিল রাশিদকে। পেস বোলিংয়ে আর্চারের সাথে রিস টপলি, মার্ক উড থাকবেন। এছাড়াও জর্ডানের থেকেও এখানে উপকৃত হতে পারবে ইংল্যান্ড।
আগামী ২২ মে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। জানা যায়, বিশ্বকাপের এই স্কোয়াডই থাকছে সেই সিরিজে। ইংলিশ স্কোয়াডের প্রায় অনেকেই এখন আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, উইল জ্যাকস, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, আদিল রাশিদ, টম হার্টলি, জফরা আর্চার, ক্রিস জর্ডান, রিস টপলি, মার্ক উড।