Image

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় নতুন বিতর্কের শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় নতুন বিতর্কের শুরু

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় নতুন বিতর্কের শুরু

চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় নতুন বিতর্কের শুরু

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (ডিআইসিএস) ২০ দিনব্যাপী ১৫ ম্যাচের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে, ভারত অপরাজিত থেকে শিরোপা জিতেছে। তবে, টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধির উপস্থিত ছিলেন না পুরষ্কার বিতরণী মঞ্চে। 

আইসিসির চেয়ারপারসন জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টোয়েস পুরস্কার বিতরণীর মঞ্চে উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার বলেন, 'ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, কিন্তু আমি বেশ অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি। পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক হলেও মঞ্চে পিসিবির একজনও প্রতিনিধি ছিলেন না। আমি বুঝতে পারছি না কেন দেশটির প্রতিনিধিত্ব করার জন্য কেউ সেখানে ছিল না। এটা আমার ভাবারও বাইরে। এই বিশ্ব মঞ্চে কেউ থাকা উচিত ছিল। দুর্ভাগ্যবশত, আমি সেখানে পিসিবির কোনও সদস্যকে দেখতে পাইনি।'

টুর্নামেন্টের আয়োজক হওয়া সত্ত্বেও রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিসিবির কোনো নির্বাচিত সদস্য উপস্থিত ছিলেন না। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সমাপনী অনুষ্ঠানের জন্য দুবাই যাননি। পরিবর্তে, পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বের টুর্নামেন্ট পরিচালক সুমাইর আহমেদকে তাদের প্রতিনিধি হিসেবে পাঠায়। 

কিন্তু প্রোটোকল অনুযায়ী, শুধুমাত্র নির্বাচিত সদস্য বা বোর্ড পরিচালকদের সাথে থাকার জন্য সুমাইর আহমেদকে অনুমতি দেওয়া হয়নি। আরেকজন টুর্নামেন্ট পরিচালক আন্দ্রে রাসেল চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্বের দায়িত্বে ছিলেন। তাকেও মঞ্চে ডাকা হয়নি, যেখানে কেবল পদাধিকারী বা পরিচালকরা উপস্থিত ছিলেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three