Image

সাকিবকে নিয়ে যত প্রশংসা করলেন হাথুরুসিংহে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবকে নিয়ে যত প্রশংসা করলেন হাথুরুসিংহে

সাকিবকে নিয়ে যত প্রশংসা করলেন হাথুরুসিংহে

সাকিবকে নিয়ে যত প্রশংসা করলেন হাথুরুসিংহে

পাকিস্তান সিরিজ শেষ ও ভারত সফরের আগের সময়টাতে সাকিব আল হাসান ইংল্যান্ডে গিয়ে খেলেছেন কাউন্টিতে ম্যাচ। সারের জার্সি গায়ে এক ম্যাচে নেমেই সাকিব শিকার করেন মোট ৯ উইকেট। তাই ভারত সিরিজ শুরুর আগে নিঃসন্দেহে বলা যায় বোলিংয়ে সাকিবের প্রস্তুতিটা হয়েছে দারুণ। ভারত সিরিজ শুরুর আগে তাই বাংলাদেশ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুশি সাকিবের বর্তমান পারফর্ম্যান্স ও তার লম্বা ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল প্রথম টেস্টের ভেন্যু ভারতের চেন্নাইয়ে এসে পৌঁছায়। টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আজ দ্বিতীয় দিনের মতো নাজমুল হোসেন শান্তর দল অনুশীলন করেছে চিপকে। 

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের প্রসঙ্গ আসতে হেড কোচ বললেন, 'সে (সাকিব) সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড়। আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।'

'যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটার খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যের জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।' 

কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেবল এক ম্যাচ খেলতে গিয়েই সাকিব করলেন বাজিমাত। সারের জার্সিতে অভিষেক ম্যাচে বল হাতে নিজের সেরাটা দিয়েছেন। প্রথম ইনিংসে ৩৩.৫ ওভারে ৯৭ রান খরচায় দখলে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে করেন ২৯.৩ ওভার, ৯৬ রান খরচ করে এবার উইকেট নিয়েছেন পাঁচটি। ফলে এক ম্যাচে সাকিবের শিকার মোট ৯ উইকেট।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three