Image

রিশাদের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে তানজিম সাকিবের লম্বা লাফ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রিশাদের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে তানজিম সাকিবের লম্বা লাফ

রিশাদের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে তানজিম সাকিবের লম্বা লাফ

রিশাদের ক্যারিয়ার সেরা রেটিং, র‍্যাংকিংয়ে তানজিম সাকিবের লম্বা লাফ

চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম প্রাপ্তি বলা যেতে পারে রিশাদ হোসেনকে। এই প্রথম কোন বিশেষজ্ঞ লেগ স্পিনার বাংলাদেশের পক্ষে কোন বিশ্বকাপে খেলছে, আর শুরুতেই করেছে বাজিমাত। মাঠে পারফরম্যান্সের ফলে উন্নতি হচ্ছে র‍্যাংকিংয়েও। 

এখন অব্দি গ্রুপ পর্বের ৪ ম্যাচের সবকটিতে হাত ঘুরিয়েছেন ৯০ বল, ১০২ রান খরচে নিয়েছেন ৭ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮০। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন, ব্যাট হাতে রান করে, ফিল্ডিংয়ে রান আটকে রিশাদ দলকে এগিয়ে দিচ্ছেন। 

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ হোসেন (আফগানিস্তানের মুজিব উর রহমানের সঙ্গে যৌথভাবে)। রিশাদ অর্জন করেছেন ক্যারিয়ার সেরা রেটিং (৫৭৯)। 

আরও এক বাংলাদেশি বোলার ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। ৪ ম্যাচে ৯ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিব দিয়েছেন লম্বা লাফ। নেপালের বিপক্ষে ২১ ডট বল করা তানজিম ২৮ ধাপ এগিয়ে আছেন ৬৯ নম্বরে (নিউজিল্যান্ডের ম্যাট হেনরির সঙ্গে যৌথভাবে)। 

দারুণ বোলিং করতে থাকা মুস্তাফিজুর রহমান অবশ্য পিছিয়েছেন ১ ধাপ। ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ১৪ নম্বরে। ৫ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে নেমে গেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পক্ষে এই দুজনই শীর্ষে। ৫৩০ রেটিং পয়েন্ট নিয়ে ৩৬ নম্বর জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান। ৭ ধাপ পিছিয়ে গেছেন বিশ্বকাপে এক ম্যাচও খেলতে না পারা শরিফুল ইসলাম। তাঁর অবস্থান এখন ৫৮ নম্বরে।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three