Image

বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও করবে: শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও করবে: শান্ত

বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও করবে: শান্ত

বোলাররা ভালো করেছে, আশা করি ব্যাটাররাও করবে: শান্ত

অনেক দিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলেন না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশেষে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে শান্তর ব্যাট থেকে আসলো ৮২ রান, যা দলের পক্ষে সর্বোচ্চ। কিন্তু তাতে অবশ্য লাভ হয়নি। অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি কেউ। ফলাফল বড় ব্যাবধানে ম্যাচ হার।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট টা ৫১৫! এত বড় রান তাড়া করে জেতার নেই কোনো রেকর্ড। তবুও লড়াইটুকুই করতে পারলো না টাইগারটা। আগের দিন ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৮ রান করে দিন শেষ করেছিল।

আগের দিন ৫১ রানে অপরাজিত থাকা শান্ত আজ আউট হয়েছেন ৮২ রানে। সাকিব আল হাসান কিছুটা লড়াই করলেও কাজ হয়নি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত বাংলাদেশ করে মাত্র ২৩৪ রান। ভারতের কাছে ২৮০ রানের বিশাল পরাজয় বরণ করে নেয় নাজমুল হোসেন শান্তরা।

তবে ব্যাটারদের ব্যর্থটায় ঢাকা পড়েনি বোলারদের অসাধারণ পারফরম্যান্স। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাসকিন, হাসানদের প্রসংশা করেছেন অধিনায়ক শান্ত,

"প্রথম ২-৩ ঘণ্টা তাসকিন, হাসানরা যেভাবে বল করেছে, এটা প্রাপ্তি। তবে এরপর ভারত দুর্দান্ত ব্যাট করেছে। হাতে সিমিং অপশন রাখা ছিল বড় ধরনের ইতিবাচক বিষয়। আমরা নতুন বলে ভালোই করেছি, এটা ধরে রাখতে হবে।"

নিজের ব্যাটিং প্রসঙ্গে শান্ত আরো বলেন, "ব্যাটার হিসেবে সবসময়ই দলে অবদান রাখার চেষ্টা করি। নিজের ব্যাটিং উপভোগ করি। আজ চেষ্টা ছিল যত বেশি সময় সম্ভব ব্যাট করা, ফলাফল নিয়ে ভাবিনি। কানপুর টেস্ট গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাটাররা সেখানে ভালো করবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three