Image

চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায়ে যা বললেন স্টোকস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায়ে যা বললেন স্টোকস

চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায়ে যা বললেন স্টোকস

চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায়ে যা বললেন স্টোকস

সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ভারতের দেয়া ১৭১ রানের লক্ষ্যে মাত্র ১০৩ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পেরে একপেশে ম্যাচে ৬৮ রানের শোচনীয় পরাজয় বরন করতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ইংলিশদের এমন হারে জস বাটলারের অধিনায়কত্ব নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

বিশ্ব ক্রিকেটে সময় টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। গতবছর অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অধিনায়ক জস বাটলারের নেতৃত্ব ব্যর্থ হয়ে ফিরেছিলো ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছিলো ইংল্যান্ড। শেষে সুপার এইটে উঠলেও সেমিফাইনালে পাত্তাই পায়নি ভারতের কাছে। সুতরাং ওয়ানডে বিশ্বকাপের মত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে শিরোপা জেতাতে ব্যর্থ সাদা বলের অধিনায়ক জস বাটলার।

অধিনায়ক জস বাটলার এবং বাকি সতীর্থদের জন্য হতাশ হলেও ইতিবাচক দিক দেখছেন বেন স্টোকস। বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেন, " জস এমন একজন মানুষ যে ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দেয়। ড্রেসিং রুমের সব সতীর্থরা তাকে সম্মান করে।" 

বেন স্টোকস বিশ্বাস করেন অধিনায়ক জস বাটলার ও কোচ ম্যাথিউ মটের অধীনে ইংল্যান্ড দল উন্নতি করছে। তিনি বলেন, " টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পেরে তারা অসাধারণ কাজ করেছে। খেলাধুলার অংশ হওয়া মানে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকরণ। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা খারাপ নয়।"

হাটুর ইনজুরির কারনে পুরোপুরি ফিট না হওয়ার এই বিশ্বকাপে খেলা হয়নি স্টোকসের। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে স্টেকসের অবদান অনবদ্য। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্টোকসের অসাধারণ ইনিংসেই চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৪৩ টি-টোয়েন্টি খেলে ১২৮ স্ট্রাইক রেটে ৫৮৫ রান করেছেন স্টোকস। উইকেট নিয়েছেন ২৬টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৯ ম্যাচ খেলা এই অলরাউন্ডারের রান ৩ হাজার ২৩ ও উইকেট ৯৩টি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three