তামিমদের বিজ্ঞাপন নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
তামিমদের বিজ্ঞাপন নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

তামিমদের বিজ্ঞাপন নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

তামিমদের বিজ্ঞাপন নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

খুব সম্প্রতি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ একটি বিজ্ঞাপনে অংশ নেন। সে বিজ্ঞাপনে তাঁরা যেভাবে নিজেদেরকে তুলে ধরেন, তা নিয়ে সমালোচনা ও আলোচনা উঠেছে। এই আলোচনার রেশ এখনো ক্রিকেট-পাড়ায় চলমান। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে তামিম, মুশফিক, রিয়াদ ও মিরাজদের করা বিজ্ঞাপন নিয়ে প্রসঙ্গ ওঠে। 

ক্রিকেটে বিজ্ঞাপন খুব ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ক্রিকেট ও খেলোয়াড়েরাও এর ব্যতিক্রম নয়। তবে বিজ্ঞাপনের ধরণ ও প্রকাশ সবসময়ই গুরুত্ব রাখে। যা একজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির জানা থাকা স্বাভাবিক। বিজ্ঞাপনের ধরনের কী রূপ দিলে, কী ধরনের প্রতিক্রিয়া হয় এবং নীতি ও বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কি না, এসবও দেখার থাকে। 

সম্প্রতি বাংলাদেশের একটি ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের (নগদ) বিজ্ঞাপনে কাজ করেন চার ক্রিকেটার। যারা এখনো বাংলাদেশের হয়ে খেলে যাচ্ছেন। তাঁদের করা বিজ্ঞাপনী ধরনে সৃষ্টি হয়েছে বিতর্ক। এই ধরনের কাজে বিতর্কিত ঢঙে উপস্থাপন করা এ দেশের ক্রিকেটে এখনো প্রচলিত হয়ে ওঠেনি। যা তামিমদের সেই বিজ্ঞাপনী কাজটিতে প্রকাশ পায়। 

 

এই আলোচনা-সমালোচনার জের ধরে আজ মিরপুরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, “আমি আরেকবার বলি, আমি বলেছি যে এডটা আমি এখনও দেখি নাই। তবে আমি শুনেছি , একজন বলেছে যে এমন একটা এড হয়েছে। আমি বলেছি আমার আগে জানতে হবে, বোর্ডের সাথে বসতে হবে। যদি নিয়ম ভঙ্গ করে থাকে তাহলে বোর্ড সিদ্ধান্ত নিবে। দিস ইজ নাম্বার ওয়ান।“ 

“নাম্বার টু, এমন কোনো এড বা নাটক বা কোনো কিছুই কর উচিত না যেগুলো কোনো একটা ক্রিকেটার বা ক্রিকেটকে হাস্যকর কোনো কিছু পরিণত করতে পারে বা ছোট করতে পারে। এটাই আমার কথা। যদি কোনো জায়গায় কোনো ব্যত্যয় হয়ে থাকে তাহলে বোর্ড দেখবে।“ 

বিসিবি সভাপতি নাজমুল হাসান এখনো এই বিজ্ঞাপন দেখেননি বলে জানিয়েছেন। তবে বোর্ড পুরো বিষয়টিতে সমস্যা বোধ করলে, ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান। প্রশ্ন থেকে যাচ্ছে, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে এমন কর্মকাণ্ডের। তাঁদের অন্তত সব জানার কথা, কোথায় ক্রিকেট হাস্যরসে পরিণত হবে বা কোথায় নিজেদের সমালোচনার জায়গা তৈরি হবে। যা বোর্ড সভাপতি বললেন। 

প্রসঙ্গ আসে জরিমানার। এ বিষয়ে নাজমুল হাসান বলেন, “জরিমানা করতে পারলে ভালোই হইত। এরকম তো কোথায় হয় না। জরিমানা হবে সে বাদ পড়ল ঐ ফরম্যাট থেকে, তাহলে তো কিছুই পেল না। এর চেয়ে বেশি জরিমানা কী হতে পারে।‘