Image

বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতির যা মূল্যায়ন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতির যা মূল্যায়ন

বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতির যা মূল্যায়ন

বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতির যা মূল্যায়ন

মঙ্গলবার বিসিবির বোর্ড মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফর‌ম্যান্স নিয়ে আলোচনা করা হয়। ধারণা করা হচ্ছিলো বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত আসবে বিসিবি থেকে। তবে বাস্তবতা হলো সেই সিন্ধান্তে খুব একটা নেতিবাচক কিছু ছিল না। বরং, বোর্ড সভায় বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? জবাবে বিসিবি সভাপতি বললেন, "প্রথম রাউন্ডে খেলা দেখে অবশ্যই আমরা খুশি হয়েছি। এখানের কন্ডিশনে যেকোনো দল যেকোনো দলের কাছে হেরে যেত। আমি নিশ্চিত অন্যান্য দল যারা খেলেছে তাদের কাছেও অপ্রত্যাশিত ছিল। এদিক থেকে আমরা খুশি। দিস ইজ ওয়ান।"

সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করে পাপন বলেন, "এই উইকেটগুলাতে মাহমুদউল্লাহ রিয়াদ তো টানা ভালো খেলে যাচ্ছে। মূল পর্বে কঠিন উইকেটে ওদের উপরই আমাদের ভরসা ছিল। সাকিব আর মাহমুদউল্লাহর তো খেলে প্রমাণ করতে হবে না ওরা কী। ওদের কি ভালো খেলে দেখাইতে হবে ওরা ভালো প্লেয়ার? ঠিকাছে সাকিব ব্যাটিং পারবে না বোলিং করবে। কিন্তু বোলিংও ভালো করতে পারছে না। এই দল এই সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা দেখি আমি মনে করি অবশ্যই আমরা যে দ্বিতীয় রাউন্ডে গিয়েছি সেটা ভালো করেছি।"

বিশ্বকাপে শান্ত,লিটনের পারফরম্যান্সে মন খারাপ হয়েছে বিসিবি সভাপতির। তারপরেও সংবাদ সম্মেলনে তাদের খারাপ পারফরম্যান্সের সাফাই গেয়ে পাপন বলেন, " শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ওদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেরকমভাবে হয়নি। এদিক দিয়ে মনটা একটু খারাপ। যে যত কথাই বলুক না কেন, শান্ত ওর পারফরম্যান্স দিয়েই কিন্তু দলের অধিনায়ক হয়ে এসেছে। সে পারফর্ম করেই এসেছে। এসে এখন পারছে না এটা আলাদা বিষয়। লিটন দাস নিজেকে আগে অনেকবার প্রমাণ করেছে। "

Details Bottom