‘ট্রাফিক’ দায়িত্বে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য ছাতা উপহার বিসিবির
‘ট্রাফিক’ দায়িত্বে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য ছাতা উপহার বিসিবির
‘ট্রাফিক’ দায়িত্বে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য ছাতা উপহার বিসিবির
শিক্ষার্থীরা দেশকে ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার, অপশাসন ও নির্যাতন থেকে রাহুমুক্ত করেছেন। এরপর ট্রাফিক নিয়ন্ত্রণ করতে শিক্ষার্থীরা রাজধানীর পথে নেমেছিলেন গতকাল মঙ্গলবার থেকে। তাঁরা হাত লাগিয়েছেন সড়কের আবর্জনা পরিষ্কার ও দেয়াললিখন মুছে পরিচ্ছন্ন করার কাজেও। জেনারেশন জেড নামে পরিচিত আন্দোলনকারী ছাত্রদের ছাতা উপহার দিয়েছে বিসিবি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খাবারের ব্যবস্থা করেছিল।
প্রায় সব এলাকাতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদেরই সকাল থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। ব্যাপকসংখ্যক শিক্ষার্থীরা স্বেচ্ছায় যানবাহন নিয়ন্ত্রণের এই দায়িত্ব পালন করছেন। রাজধানীর জনজীবনে ক্রমেই গতিময়তা ফিরে আসছে। ব্যাতিক্রম নয় মিরপুরও, শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশ-পাশের সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ছাত্রছাত্রীদের জন্য এবার ছাতা'র ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ট্রাফিক পুলিশের অবর্তমানে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা সব সময় রাজধানীর সড়কগুলো নিয়ন্ত্রণ করছেন। তাদের পাশে দাঁড়াতে বিসিবি নিয়েছে প্রশংসনীয় উদ্যোগ। দুই আগে খাবারের ব্যবস্থা করা বিসিবি গতকাল ছাত্র-ছাত্রীদের উপহার হিসাবে দিয়েছে ৪০ টি ছাতা। আজও ৬০টির মতো ছাতা ছাত্রদের মাঝে উপহার হিসাবে পাঠাবে বিসিবি।
পুলিশ বাহিনীর কর্মবিরতির এই সময়ে হাতের ইশারায় ও বাঁশিতে ফুঁ দিয়ে যানবাহনকে নানা দিকনির্দেশনা দিচ্ছেন শিক্ষার্থীরা। কেউ বিশৃঙ্খল হয়ে দাঁড়িয়ে থাকা যানবাহন সারিবদ্ধ করার চেষ্টা করছিলেন। তাঁদের প্রচেষ্টায় যানজটপ্রবণ এলাকাগুলোতে স্বাভাবিকভাবে যান চলাচল করতে দেখা গেছে।
ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিচ্ছন্নতা, লুটপাট হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ, নানা কাজে যুক্ত হচ্ছেন তরুণেরা।