Image

ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিসিবি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিসিবি

ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিসিবি

ক্রিকেটারদের বিশ্বকাপের টাকা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিসিবি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ক্রিকেটারদের দেয়া হয়নি, সম্প্রতি এমন একটি অভিযোগ উঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপর। তবে এবার সেই অভিযোগ অফিসিয়ালি অস্বীকার করেছে বিসিবি। শুধু অস্বীকার ই নয় বরং এমন অসত্য অভিযোগের তীব্র প্রতিবাদও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'এই দেরি হওয়ার পেছনে বিসিবির অবহেলা নেই। আইসিসি ইভেন্টের প্রাইজমানি সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যায়। ২০২৩ নভেম্বরে শেষ হওয়া টুর্নামেন্টের ভাউচার আইসিসিকে দেওয়া হয়েছে। তবে ট্যাক্স ও সংশ্লিষ্ট কারণে টাকা দিতে দেরি হচ্ছে।'

এছাড়াও বলা আরো বলা হচ্ছে, ক্রিকেটারদের প্রাইজমানি দেয়ার বিষয়টি সরাসরি বিসিবি তদারকি করছেনা।  ভারতের বিখ্যাত আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম ডেলয়েট হাসকিন্স অ্যান্ড সেলস এলএলপিকে পাওনা আদায়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। বিসিবি আরো দাবী করছে আগামী সপ্তাহের মধ্যেই বিসিবির হাতে ক্রিকেটারদের টাকা চলে আসতে পারে।

শুধু বাংলাদেশই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া অনান্য দেশ ও দলের ক্রিকেটাররাও টাকা পাননি। 

প্রসঙ্গত, ক্রিকেটারদের বিশ্বকাপের প্রাইজমানি না দেয়ার বিষয়টি গণমাধ্যমে জানান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেছিলেন বিসিবি আটকে রেখেছে ক্রিকেটারদের প্রাইজমানি। তবে এবার বিসিবির পক্ষ থেকে তা অস্বীকার করা হলো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three