Image

আজ শুরুতেই অলআউট জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আজ শুরুতেই অলআউট জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

আজ শুরুতেই অলআউট জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

আজ শুরুতেই অলআউট জিম্বাবুয়ে, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২২৭ রান। আজ নতুন দিনে এক বলেই থামল জিম্বাবুয়ে। আগের দিন শেষ বিকালে অলআউট করা না গেলেও আজ দিনের শুরুর বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। ফাইফার ছাপিয়ে তাইজুলের নামের পাশে এখন ৬ উইকেট। 

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের সকালে জিম্বাবুয়ে আটকে গেছে ২২৭ রানে। আগের দিন পাঁচ উইকেট নেওয়া তাইজুল ৬০ রানে পেয়েছেন ৬ উইকেট।

আগের দিন অলআউট করা না গেলেও আজ দিনের প্রথম বলেই জিম্বাবুয়েকে গুঁটিয়ে দেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার জন্য প্রস্তুত বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। 

১৭৭/২ থেকে ২১৭/৯। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষটা হয়েছে বাংলাদেশের মনের মতো। প্রথম সেশনে লড়াই ছিল সমানে-সমান। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে কোন সুযোগই দেয়নি জিম্বাবুয়ে। আর শেষ বিকেলের সেশনে টাইগার বোলাররা দেখাল রাজত্ব। টেস্ট ক্যারিয়ারে ১৬ বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম

তাইজুলের স্পিন ভেলকিতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৫ ওভারের মাথায় ২১৭ রানে ৯ উইকেট হারায়, জিম্বাবুয়ের জন্য অলআউট হয়ে যাওয়াটা এরপর সময়ের ব্যাপারই হয়ে দাঁড়িয়েছিল। তবে দিনের খেলা শেষ হওয়ার আগের ৫ ওভার কোনমতে উইকেট কাটিয়ে দেন টাফাডজোয়া সিগা ও ব্লেসিং মুজারাবানি। বাংলাদেশ ফেলতে পারনি তাদের শেষ উইকেটটি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three