Image

জাকের আলির অভিষেক, টস জিতেছেন শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাকের আলির অভিষেক, টস জিতেছেন শান্ত

জাকের আলির অভিষেক, টস জিতেছেন শান্ত

জাকের আলির অভিষেক, টস জিতেছেন শান্ত

কয়েকদিন আগেই পাকিস্তানকে রাওয়ালপিন্ডির মাঠে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর ভারত সফরে গিয়ে নাজমুল হোসেন শান্তর দল বুমেরাং হিসেবে পায় হোয়াইটওয়াশের লজ্জা। এবার ঘরের মাঠে টাইগারদের নতুন টেস্ট সিরিজ শুরু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজের প্রথম ঢাকা টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানালেন অধিনায়ক শান্ত। জাকের আলি অনিকের টেস্ট অভিষেক।

সময়ের হিসেবে প্রায় ১১ মাস পর মিরপুর হোম অব ক্রিকেটে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকায় একজন বাড়তি ব্যাটার খেলানোর সিদ্ধান্ত টিম টাইগার্সের। বাংলাদেশের ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক জাকের আলি অনিকের।

একাদশে তিন জন স্পিনার। মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন তাইজুল ইসলাম। তৃতীয় স্পিনার হিসেবে আছেন নাইম হাসান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সার্কেলের লড়াইয়ে দুই দল প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছে। এখন পর্যন্ত দুই দলের খেলা মোট ১৪টি টেস্টের মধ্যে ১২টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্ট হয় ড্র।

বাংলাদেশ একাদশ- মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ-এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইনে (উইকেটকিপার), ওইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ড্যান পিট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three