Image

দুই ওপেনার নেই শুরুতেই, এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই ওপেনার নেই শুরুতেই, এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি

দুই ওপেনার নেই শুরুতেই, এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি

দুই ওপেনার নেই শুরুতেই, এরপর শান্ত-মুমিনুলের ব্যাটে স্বস্তি

২০২৫ সালে প্রথমবার টেস্ট খেলতে নেমে সকালের প্রথম ঘন্টায় দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে সকালের সেশনের শুরুতে অবশ্য বল হাতে দাপট দেখায়। এরপর টাইগারদের পাল্টা প্রতিরোধ; লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৪ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৪।

মুমিনুল ব্যাটিং করছেন ২১ রান নিয়ে। নাজমুল হোসেন শান্ত ৩০ রানে অপরাজিত আছেন।

ইনিংসের ৯ম ওভারে ভিক্টর নিয়াউচিকে বল হাতে অ্যাকশনে এনেই সাফল্য পায় জিম্বাবুয়ে। নিয়াউচির বলে ড্রাইভ খেলতে গিয়ে গালিতে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত ১২ রানে সাদমান প্যাভিলিয়নে ফিরলে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। 

নিয়াউচি পরের ওভারে এসে তুলে নেন আরও এক উইকেট, এবার আউট আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৪ রানে থাকা জয় উইকেটের পেছনে নিয়াশা মায়াভোর গ্লাভসে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশ দলীয় ৩২ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর অবশ্য মুমিনুল হক প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন শূন্য হাতে। 

মুজারাবানির লাফিয়ে উঠা ডেলিভারি মুমিনুলের গ্লাভস ছুঁয়ে যায়, কিন্তু কঠিন হয়ে যাওয়া ক্যাচ নিতে ব্যর্থ হন উইকেট কিপার নিয়াশা মায়াভো। নতুন জীবন পাওয়া মুমিনুল হক এরপর দলের সংগ্রহ এগিয়ে নিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three