এখন পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে কেবলই ভারত সিরিজ
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
আইপিএল নিলাম ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন রিশাব পান্ট
এখন পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে কেবলই ভারত সিরিজ
এখন পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে কেবলই ভারত সিরিজ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এবার ভারতের বিপক্ষে ভালো কিছুর প্রত্যাশায় অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিংয়ে ভারত শীর্ষ দল হলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় আত্মবিশ্বাস দেবে টাইগারদের। এমনটাই জানিয়েছেন লিটন কুমার দাস।
আজ মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন ভারত সিরিজ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন লিটন দাস। ভারত,পাকিস্তানের সাথে খেলা মানেই দর্শকদের বাড়তি প্রত্যাশা আর এতে করে স্বাভাবিক ভাবেই চাপ বেড়ে যায় মাঠের খেলোয়াড়দের। তবে লিটন জানালেন ভিন্ন কথা। তার মতে ভারতের বিপক্ষে খেলাটা কোনো চাপ নয় বরং অনুপ্রেরণা।
‘এটা আসলে অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন।’
লিটনের কাছে পাকিস্তান সিরিজ এখন অতীত। তাই গণমাধ্যমের কাছে তার চাওয়া এই নিয়ে বেশী কথা না বলে বরং সামনের দিকে মনোযোগ দিতে।‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে। সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’
টেস্টে নিচের দিকে ব্যাটিং করাটা বেশী চাপ হয় কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, 'চাপ সব জায়গায়। খালি ওপেন করলেই চাপ, ছয়ে খেললে চাপ না। আমার থেকে ব্যাটার নিচে আছে মিরাজ। চাপ না, টেস্ট এমন খেলা, সারাদিনে জিরো থেকে শুরু করে সময় আছে বড় করার। আমার মনে হয় চাপ না। আমি যেভাবে অনুশীলন করি চেষ্টা করছি সেভাবেই করার।'
ভারত সিরিজের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে লিটন বলেন, 'ইন্ডিয়া সিরিজ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। প্রস্তুতির কথা বলতে গেলে আমরা মেইন মেইন বোলারদের ফেইস করতেসি। কিছুটা কঠিন হবেই। কোকাবুরা বলে নতুন বল খেলাটা একটু কঠিন। এসজি বলে নতুন বল ইজি, পুরাতনটা কঠিন। আমরা অনুশীলন চালাচ্ছি। দেখা যাক কী হয়।'