১৪৯ রানে অলআউট বাংলাদেশ
- 1
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
আইজ্যাকের শতকে টাইগারদের হারিয়ে সিরিজে ইংল্যান্ডের সমতা
- 4
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 5
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা

১৪৯ রানে অলআউট বাংলাদেশ
১৪৯ রানে অলআউট বাংলাদেশ
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হলো বাংলাদেশ দল। ফলোঅনের শঙ্কায় থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত গুটিয়ে গেল ১৪৯ রানে। ফলোঅন এড়াতে প্রথম ইনিংসে ১৭৭ রান করতে হতো বাংলাদেশকে। মেহেদী হাসান মিরাজ অপরাজিত রইলেন ২৭ রানে। ২২৭ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে। ফলোঅনের লজ্জা থেকে রেহাই পেল নাজমুল হোসেন শান্তর দল।
৮ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ, ফলো অন এড়াতে দরকার ছিল আরও ৬৫ রান। হাতে থাকা বাকি দুই উইকেট হারাতেও বেশিক্ষণ লাগেনি। বুমরাহ ইয়র্কারে বোল্ড করেন ১১ রানে থাকা তাসকিন আহমেদকে। চতুর্থ উইকেট দখলে নেওয়া বুমরাহ তখন ফাইফারের অপেক্ষায়। এরপর শেষ ব্যাটার হিসাবে নাহিদ রানা বোল্ড হন সিরাজের ডেলিভারিতে।
শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন নাহিদ রান। সঙ্গী হন একা হাতে লড়াই চালিয়ে যাওয়া মেহেদী হাসান মিরাজের। কিন্তু নাহিদ রানাকে বোল্ড করে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ সিরাজ। ১৪৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ভারতের চেয়ে পিছিয়ে আছে ২২৭ রানে।
বাংলাদেশের হারানো দশ উইকেটের ৮টিই যায় পেসারদের দখলে। সর্বোচ্চ ৪ উইকেট শিকার জাসপ্রীত বুমরাহর। মোহাম্মদ সিরাজ ও আকাশ দ্বীপ নেন দুটি করে। বাকি দুই উইকেট পান স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজা ও ইয়াশবি জাইসাওয়ালের ফিফটিতে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৯১.২ ওভারে ৩৭৬ রান। হাসান মাহমুদের ফাইফার আর তাসকিনের ৩ উইকেটে ভারতকে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ। লাঞ্চ বিরতি থেকে ফিরেই বিদায় নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সাকিব-লিটন মিলে পালটা প্রতিরোধ দেখান কিছুক্ষণ, কিন্তু এই জুটিও ইনিংস টেনে নিয়ে যেতে ব্যর্থ হন বাকিদের মতো।