Image

বুমরাহ নয়, নাসিমকে বেছে নিলেন বাবর আজম, কারণ...

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বুমরাহ নয়, নাসিমকে বেছে নিলেন বাবর আজম, কারণ...

বুমরাহ নয়, নাসিমকে বেছে নিলেন বাবর আজম, কারণ...

বুমরাহ নয়, নাসিমকে বেছে নিলেন বাবর আজম, কারণ...

পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে আবারও অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম। সম্প্রতি এক পডকাস্টে উপস্থাপক প্রশ্ন করেন, শেষ ওভারে ১০ রান প্রয়োজন, এমন অবস্থায় জাসপ্রীত বুমরাহ নাকি নাসিম শাহ’কে বোলিংয়ে আনবেন বাবর। যেখানে এই পাকিস্তানি অধিনায়ক উত্তর দেন, নাসিম'কে শেষ ওভার করতে দেবেন তিনি। পরে এর পিছনে কী কারণ, তাও উল্লেখ করেন। 

শাহীন শাহ আফ্রিদিকে সরিয়ে আবারও অধিনায়কের দায়িত্ব বাবরের কাঁধে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। যেখানে বাবরের নেতৃত্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে পাকিস্তান। কিছুদিন আগে খেলা পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) সর্বোচ্চ রান সংগ্রহকারী বোলার ছিলেন তিনি। 

বাবরের বর্তমান বয়স ২৯ বছর। নেতৃত্বের দায়িত্ব আবার কাঁধে এসেছে। খুব সম্প্রতি এক পডকাস্টে এসে উপস্থাপকের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এরমধ্যে একটি প্রশ্ন এমন ছিল, টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ১০ টি রান। এমন অবস্থায় ভারতীয় পেসার বুমরাহ নাকি পাকিস্তানের নাসিম, কার হাতে দায়িত্ব তুলে দিতেন অধিনায়ক বাবর।  

পাকিস্তানি অধিনায়ক কোনো দ্বিতীয় চিন্তা না করেই জবাব দেন, নাসিম শাহ। 

তিনি যোগ করেন, “প্রথমত আমি নাসিমকে নিয়ে বেশ খুশি, সে যেভাবে ক্রিকেটে ফিরেছে চোট শেষে। পাশাপাশি যেভাবে সে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়েছে, যতদূর আমার জানা। আমি জানতাম এটা সময় লাগবে। তবে সে প্রতিজ্ঞাবদ্ধ ছিল পিএসএল খেলার ব্যাপারে।”

“তার যে ধরনের দক্ষতা রয়েছে। আপনি পাকিস্তান ক্রিকেটে এমন মেধাবী মুখ খুব কমই দেখবেন। এখানে অন্যদের কথাও বলতে হয়। যেমন শাহীন (আফ্রিদি), তার একটা আলাদা ধরন রয়েছে, সে অভিজ্ঞ। নাসিমও শাহীনের পথেই এগিয়ে যাচ্ছে। (অভিজ্ঞতায়)। 

গত বছর এশিয়া কাপ চলাকালীন সময়ে হাতের চোটে পড়েন নাসিম। এরপর মিস করেন ওডিআই বিশ্বকাপ। অস্ত্রোপচার ও পুনর্বাসনের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে প্রায় ৬ মাস।  

লম্বা সময় পর সর্বশেষ পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন নাসিম। কোয়েটা গ্লাডিয়েটর্স থেকে এবার ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে টুর্নামেন্ট খেলেছেন। শিরোপাজয়ী ইউনাইটেডের হয়ে ১১ ইনিংসে ১৫ টি উইকেট শিকার করেছেন এই ফাস্ট বোলার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three