বাবর-রিজওয়ানের ব্যাটে চড়ে আয়ারল্যান্ডে সিরিজ জিতল পাকিস্তান
বাবর-রিজওয়ানের ব্যাটে চড়ে আয়ারল্যান্ডে সিরিজ জিতল পাকিস্তান
বাবর-রিজওয়ানের ব্যাটে চড়ে আয়ারল্যান্ডে সিরিজ জিতল পাকিস্তান
শক্তির বিচারে আয়ারল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তান। তবে মাঠের পারফরম্যান্সে তেমনটা দৃশ্যমান হয়নি প্রথম টি-টোয়েন্টিতে। ৩ ম্যাচের সিরিজে জয় দিয়ে শুরু করে স্বাগতিক আয়ারল্যান্ড। তবে দ্রুতই জয়ের পথ খুঁজে নেয় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। পরবর্তী দুই ম্যাচ জিতে নিশ্চিত করে সিরিজ জয়।
আয়ারল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি হারলেও দ্বিতীয় ম্যাচে ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃড়তায় সিরিজে সমতায় ফেরে বাবর আজমের দল। সিরিজ নির্ধারণী ম্যাচে গতকাল মঙ্গলবার আবারও জ্বলে উঠলেন রিজওয়ান, এবার জুটি বাধলেন অধিনায়ক বাবর আজমের সাথে। দুজনের শতরান ছাড়ানো জুটিতে ৬ উইকেট ও ১৮ বল হাতে রেখে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করে নিলো পাকিস্তান।
এদিন ডাবলিনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আইরিশদের হাতে ব্যাট তুলে দেন পাকিস্তান কাপ্তান বাবর আজম। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭৮ রান সংগ্রহ করে।
ঝড়ো ফিফটি করেন লরকান টাকার। তিনি পরপর ২টি ম্যাচে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি পার করেন। এদিন ১৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৭৩ রান করে আউট হন টাকার। পাকিস্তানের হয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৩টি উইকেট দখল করেন বা হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮১ রান তুলে ম্যাচ জিতে যায়। বাবর আজম ৪২ বলে ৭৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৬টি চার ও ৫টি ছক্কা হাঁকান। রিজওয়ানও কম যাননি, তিনি খেলেন ৩৮ বলে ৫৬ রানের ইনিংস।
এদিন পাকিস্তানের হয়ে দারুণ বল করা শাহীন শাহ আফ্রিদি জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।