পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন আজহার মাহমুদ
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন আজহার মাহমুদ
পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন আজহার মাহমুদ
পাকিস্তানের সাবেক পেস বোলিং অলরাউন্ডার আজহার মাহমুদকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমদের প্রধান কোচের ভূমিকা পালন করবেন আজহার মাহমুদ।
রাওয়ালপিন্ডি ও লাহোরে আগামী ১৮ থেকে ২৭ এপ্রিল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আজহার মাহমুদ পাকিস্তানের জার্সি গায়ে ১৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৬২ টি, রান করেছেন ২৪২১। এর আগে ২০১৬-২০১৯ এ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করন আজহার।
আজহার মাহমুদ ছাড়াও আরো কিছু সাবেক ক্রিকেটার দায়িত্ব পেয়েছেন। ওয়াহাব রিয়াজকে দলের ম্যানেজার করা হয়েছে। মোহাম্মদ ইউসুফ থাকবেন ব্যাটিং কোচ হিসাবে, স্পিন বোলিং কোচ হিসাবে থাকবেন সাইদ আজমল।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের সাপোর্ট স্টাফ-
ওয়াহাব রিয়াজ (সিনিয়র টিম ম্যানেজার), মনসুর রানা (টিম ম্যানেজার), আজহার মাহমুদ (প্রধান কোচ), মোহাম্মদ ইউসুফ (ব্যাটিং কোচ), সাইদ আজমল (স্পিন বোলিং কোচ), আফতাব খান (ফিল্ড কোচ), ক্লাইফ ডিকন (ফিজিওথেরাপিস্ট), ড্রিকুস সাইমান (স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ), তালহা বাট (অ্যানালিস্ট), ইরতিজা কোমেল (সিকিউরিটি ম্যানেজার), রাজা কিচলো (মিডিয়া অ্যান্ড ডিজিটাল ম্যানেজার), জাইন মাকসুদ (ভিডিওগ্রাফার), খুররম সারওয়ার (ডাক্তার) ও মোহাম্মদ ইমরান (মেসিয়ার)।
আগামীকাল (৯ এপ্রিল) নিউজিল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান।