Image

স্কটল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
স্কটল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

তৃতীয় ম্যাচেও দাপট দেখিয়ে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্যদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে স্কটিশদের হোয়াইটওয়াশ করলো অজিরা। 

শনিবার এডিনবার্গে টসে হেরে আগে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটিশরা সংগ্রহ করে ১৪৯ রান। জবাবে ৬ উইকেট হাতে রেখে মাত্র ১৬.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে স্কটল্যান্ডের দুই ওপেনার। ৮ বলে ১২ রান করে আউট হন ওলি হ্যারিস। তারপর ব্রান্ডন ম্যাকমুলেন দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে সচল রাখেন রানের চাকা। পাওয়ার প্লে তেই স্কটল্যান্ড তুলে ফেলে ৫৪ রান।

পর পর ২ শিকার করে স্কটিশদের চাপে ফেলে দেন ক্যামেরুন গ্রিন। ৩৯ বলে ৫৬ রান করে আউট হন ম্যাকমুলেন। তিনি আউট হওয়ার পর আর কেউ সুবিধা করতে পারেনি। উইকেট হারিয়েছে একের পর এক । শেষ পর্যন্ত স্কটল্যান্ডের সংগ্রহ দাড়ায় ১৪৯ রান।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শূন্যে রানে ফিরে যান অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাক গার্ক। ১২ রান করে আউন হন আরেক ওপেনার ট্রভিস হেড। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। দুজনের ৩৬ বলে ৬১ রানের জুটিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

২৩ বলে ৩১ রান করে ফিরে যান মিচেল মার্শ। শেষ দিকে টিম ডেভিড করেন ১৪ বলে ২৫ রান। ২৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় অস্ট্রেলিয়া। গ্রিন অপরাজিত থাকে ৩৯ বলে ৬২ রান করে। তার ইনিংসে ছিলো ২ টি চার ও ৫ টি ছক্কা।

৬২ রান ও ৩ উইকেট নিয়ে অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যছ সেরা হন ক্যামেরন গ্রিন।

Details Bottom