অ্যালানা কিংয়ের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, দাপুটে জয় নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
জোড়াতালির দল থেকে শক্তি বাড়ানোর পথে চট্টগ্রাম রয়্যালস
-
2
রংপুর ম্যাচের আগে চট্টগ্রামে স্বস্তি, অনুশীলনে চোট পেলেও শঙ্কামুক্ত শরিফুল
-
3
পরবর্তীতে বাংলাদেশ দলে আর কোনো পঞ্চপন্ডব চান না সৌম্য সরকার
-
4
ইনজুরি শঙ্কা সত্ত্বেও কামিন্স, হ্যাজেলউড ও ডেভিডকে রেখেই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াড
-
5
শান্তকে নিয়ে সমালোচনা করাকে ভুল মনে করেন রাজশাহীর কোচ রাজিন সালেহ
অ্যালানা কিংয়ের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, দাপুটে জয় নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
অ্যালানা কিংয়ের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা, দাপুটে জয় নিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
অ্যালানা কিংয়ের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৯৭ রানে গুটিয়ে দিয়ে বিশাল ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। ইন্দোরে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ উইকেটের জয় নিয়ে শিরোপাধারীরা প্রমাণ করেছে, সেমিফাইনালে যাওয়ার আগে তারাই এখন পর্যন্ত সবচেয়ে প্রস্তুত দল।
অস্ট্রেলিয়া এখন ৩০ অক্টোবর মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। অন্যদিকে, ২৯ অক্টোবর গৌহাটিতে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।
অ্যালানা কিং লিখেছেন ইতিহাস। মাত্র ১৮ রানে ৭ উইকেট নিয়ে তিনি গড়ে ফেলেছেন নারী ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ বোলিং ফিগারের রেকর্ড। অস্ট্রেলিয়ার ইতিহাসেও এটি সেরা বোলিং পারফরম্যান্স। বিশ্বকাপের পুরুষ ও নারী মিলিয়ে কিংয়ের পারফরম্যান্স এখন গ্লেন ম্যাকগ্রার (৭/১৫, নামিবিয়ার বিপক্ষে, ২০০৩) পরেই দ্বিতীয় সেরা।
প্রথম ১৫ বলেই ৪ উইকেট তুলে নেওয়া কিং ছিলেন প্রায় অনবদ্য। তার বলের নিখুঁত টার্ন ও লেন্থে একের পর এক ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন লরা ওলভার্ড। ২৯ রান করেন সিনালো জাফটা।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে রান তাড়া করে ফেলে অজি নারীরা। সর্বোচ্চ ৪২ রান করেন বেথ মুনি তাছাড়া জর্জিয়া ভল করেন ৩৮ রান।
