শ্রীলঙ্কা সফরের আগে কনুইয়ের চোটে অধিনায়ক স্মিথ
শ্রীলঙ্কা সফরের আগে কনুইয়ের চোটে অধিনায়ক স্মিথ
শ্রীলঙ্কা সফরের আগে কনুইয়ের চোটে অধিনায়ক স্মিথ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টুর্নামেন্টের ১ মাস আগে চোটে পড়েছেন স্টিভ স্মিথ। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল স্মিথের।
শুক্রবার বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে থ্রো করতে গিয়ে কনুইয়ের চোটে পড়েছেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে চিকিৎসকের পরামর্শ নিয়ে শ্রীলঙ্কা সফরের আগে এই সপ্তাহের শেষের দিকে দুবাইতে অস্ট্রেলিয়ান টেস্ট স্কোয়াডে যোগ দেবেন স্মিথ। ইনজুরির কারণে যদি তিনি খেলতে না পারেন, সেক্ষেত্রে ট্রাভিস হেড প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন।
এদিকে বাম পায়ের গোড়ালিতে ব্যথা বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে বলেছে, আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক কামিন্সকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অজি অধিনায়ক এই সপ্তাহে বিশেষজ্ঞদের পুনর্বাসনের পরামর্শ নেবেন।
এছাড়াও সুস্থ হয়ে উঠেছেন বাঁহাতি স্পিনার ম্যাট কুনিম্যান। এই সপ্তাহের শুরুতে বিগ ব্যাশ লিগে খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নাম থাকা কুনিম্যান এই সপ্তাহে বোলিং আবার শুরু করবেন বলে আশা করা হচ্ছে। কুনিম্যান অবশ্য যে হাতে বল করেন, সে হাতে কোনো সমস্যা নেই। তবে তার ব্যাটিং এবং ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়া চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের শেষ টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও ইতিমধ্যেই ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে দলটার।