Image

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় নিশ্চিত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় নিশ্চিত

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় নিশ্চিত

বিশ্বকাপ থেকে ভারতের বিদায় প্রায় নিশ্চিত

ভারতকে ৯ রানে হারিয়ে সেমিফাইনালে পৌছে গেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। অন্যদিকে ভারত প্রায় ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।  কাগজে কলমে সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা নিয়ে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিকে। তবে বাস্তবিক ভাবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ভারত নারী দলের বিদায় হতে চলেছে এটা প্রায় নিশ্চিত। 

রবিবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ার মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে অজিরা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ভারতের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে শুরুর দিকেই ২ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। রেনুকা সিংয়ের ফাঁদে পড়ে দুই অজি ব্যাটার বেথ মুনি ও জর্জিয়া ওয়ারহাম। তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান সংগ্রহ করে গ্রেস হ্যারিস ও তাহলিয়া ম্যাকগার্থ। ২৬ বলে ৩২ রান করে আউট হন তাহলিয়া। কিছুক্ষণ পর ৪০ রান করে আউট হয়ে যান গ্রেস হ্যারিস ও।

একপ্রান্তে এলিস পেরির ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়া। তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩২ রান। শেষদিকে লিচফিন্ড ও আনাবেল করেন যথাক্রমে ১৫ ও ১০ রান। অজি নারীদের দলীয় স্কোর দাড়ায় ১৫১ রান।

১৫২ রানের লক্ষ্যে নেমে ভারতের শুরুটা খারাপ হয়নি। পাওয়ার প্লে  তুলে ফেলে ৪১ রান। ওপেনার শেফালী ভার্মা করেন ২০ রান। জেমিমাহ রদ্রিগেজ আউট হন ১৬ রান করে। দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক হারমনি প্রীত কৌর ও দ্বীপ্তি শর্মা।

দ্বীপ্তি শর্মা ২৯ রানে আউট হওয়ার পর তাসের ঘরের মত ভেঙে পরে ভারতের ব্যাটিং লাইন আপ৷ একপ্রান্তে হারমনি প্রীত থাকলেও অন্য প্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ওভারে ভারত নিতে পেরেছে ৪ রান। হারিয়েছে ৪ উইকেট।

হারমনি প্রীত কৌর অপরাজিত থাকে ৪৭ বলে ৫৪ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে ২ টি উইকেট নেন আনাবেল সাদারল্যান্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three