Image

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কামিন্স-হ্যাজলউড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কামিন্স-হ্যাজলউড

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কামিন্স-হ্যাজলউড

অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কামিন্স-হ্যাজলউড

চমক রেখে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানে অজিদের দল যাচ্ছে প্যাট কামিন্সের নেতৃত্বে। ইনজুরি কাটিয়ে দলে যোগ দেবেন জশ হ্যাজলউড। প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি।

ইনজুরির কারণে অজি অধিনায়ক প্যাট কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। আসন্ন শ্রীলঙ্কা সফরেও তিনি দলে নেই। তবে কামিন্স ফিরবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আবার চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে নেই জশ হ্যাজলউডের নাম। তিনিও ফিরতে চলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
 
বরাবরের মত পেস নির্ভর দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।  দলে একমাত্র স্পিনার অ্যাডাম জাম্পা। 

প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, "সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।"

অস্ট্রেলিয়া স্কোয়াড-

প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three