Image

সিরিজ সমতায় ফেরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 20 মিনিট আগে
সিরিজ সমতায় ফেরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ সমতায় ফেরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ সমতায় ফেরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচের পর সিরিজে সমতা ফেরানোর মিশনে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে টাইগাররা, তাই এই ম্যাচ তাদের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। 

প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার কারণে জয় অধরাই ছিল বাংলাদেশের। ওপেনিংয়ে তানজিদ হাসান ও সাইফ হাসান বড় রান তুলতে না পারলেও টিম ম্যানেজমেন্ট এবারও তাদের ওপর আস্থা রাখতে পারে। তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

ভিসা জটিলতা কাটিয়ে দলে যোগ দিয়েছেন নাঈম শেখ, তবে তার একাদশে সুযোগ পাওয়া কঠিন। মিডল অর্ডারে থাকছেন আগের ম্যাচে ফিফটি পাওয়া তাওহিদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও। জাকের আলী গতম্যাচে ভালো করতে না পারলেও তার উপর ও ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।উইকেটরক্ষক হিসেবে নুরুল হাসান সোহানও বিবেচনায় রয়েছেন।

বিশ্রাম কাটিয়ে স্পিন বিভাগে ফিরতে পারেন লেগস্পিনার রিশাদ হোসেন। এ কারণে এক পেসার কম নিয়ে নামতে পারে বাংলাদেশ। বিশ্রাম শেষে মুস্তাফিজুর রহমানের দলে ফেরাটা প্রায় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে পেস আক্রমণে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে।

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ভালো শুরু করলেও ওয়ানডের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই মিরাজদের সামনে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

Details Bottom
Details ad One
Details Two
Details Three