ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ ফাহিমা
-
1
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
2
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
3
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
4
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
-
5
ফিরে আসার গল্প: ব্যাট হাতে নয়, এবার কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল
ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ ফাহিমা
ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ ফাহিমা
নারী ওয়ানডে বিশ্বকাপে জয় হাতের নাগালে থাকলেও বিতর্কিত আম্পায়ারিং এবং নাইটের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশের ইংলিশদের হারানো আর হলো না। নিগার সুলতানা জ্যোতির দল ইংল্যান্ডকে চাপে রাখার পরও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে যায়। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল নাইটের একটি বিতর্কিত ‘নট আউট’ সিদ্ধান্ত, যা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
শূন্য রানে নাইটের ক্যাচ ধরার পর উইকেটের পেছনে নিগার সুলতানা আঙুল তুলেন আম্পায়ারের দিকে। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করতে নারাজ থাকেন, ফলে নাইট বাঁচেন। পরে ১৩ রানে থাকা নাইটকে স্বর্ণা আক্তারের হাতে ক্যাচ দেওয়ার সুযোগ হয়, কিন্তু টিভি রিপ্লে দেখে ভারতের গায়াত্রী ভেনুগোপালান তাকে আউট দেননি। ম্যাচ শেষে নিজেও নাইট স্বীকার করেন, সেই সময় তিনি ভেবেছিলেন আউট হয়ে গেছেন।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক নাইটের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন স্পিনার ফাহিমা খাতুন । সংবাদ সম্মেলনে ফাহিমা বলেন, “আমরা নিশ্চিত ছিলাম সে আউট। তাই আপিলও করেছিলাম। কিন্তু সিদ্ধান্ত না আসায় কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম। নাইটের উইকেট হারালে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হত।”
দল হারলেও ফাহিমা বল হাতে ছিলে মিতব্যয়ী, ৬০ বলের মধ্যে ৪৮ বলই ডট দেন তিনি। নিজেদের বোলিং প্ল্যান নিয়ে জানান, “আমাদের মূল লক্ষ্য ছিল প্রতিটি বলের ওপর নজর রাখা। আমরা চাইছিলাম বল যেন উইকেটের বাইরে না চলে। সেই পরিকল্পনা অনুযায়ী বোলিংয়ে যথাসাধ্য চাপ সৃষ্টি করতে পেরেছিলাম।”
