Image

কিপিংয়ে জাকেরের চেয়ে সোহানকেই এগিয়ে রাখলেন মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কিপিংয়ে জাকেরের চেয়ে সোহানকেই এগিয়ে রাখলেন মিরাজ

কিপিংয়ে জাকেরের চেয়ে সোহানকেই এগিয়ে রাখলেন মিরাজ

কিপিংয়ে জাকেরের চেয়ে সোহানকেই এগিয়ে রাখলেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ছিলেন নুরুল হাসান সোহান। তিন ম্যাচেই অপরাজিত থেকে করেছেন মোট ৬৪ রান—যা তাকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে। যদিও এশিয়া কাপে উইকেটের পেছনে দেখা যায়নি তাকে, তবে ওয়ানডেতে দেখা যাওয়ার সম্ভাবনা অনেক। 

লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটের পেছনে কাকে দেখা যাবে? এই প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উত্তর পরিষ্কার, তিনি চান গ্লাভস হাতে সোহানকে দেখতে। শুধু তাই নয়, সোহানকে বাংলাদেশের “সেরা উইকেটকিপার” বলতেও দ্বিধা করেননি তিনি।

ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,“আমরা সবাই জানি, সোহান বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমার মতে, বাংলাদেশের সেরা উইকেটকিপার এখন সোহানই। তাই ওয়ানডে ফরম্যাটে সুযোগ পাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ওর সম্ভাবনা বেশি।”

অধিনায়ক হিসেবে নিজের সিদ্ধান্তের যুক্তিও তুলে ধরেন মিরাজ। তার ভাষায়, “জাকের ভালো খেলছে, তবে সোহানের অভিজ্ঞতা অনেক বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সে বহু ম্যাচ খেলেছে, চাপ সামলাতে জানে। আমি বিশ্বাস করি, সুযোগ পেলে সে দলে বড় অবদান রাখবে।”

টি-টোয়েন্টিতে ফিনিশার হিসেবে ইতিমধ্যেই কার্যকর ভূমিকা রেখেছেন সোহান। এবার ওয়ানডে দলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে, লিটনের অনুপস্থিতিতে তার ওপর নির্ভর করতে পারবে পুরো দলই।

Details Bottom
Details ad One
Details Two
Details Three