অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারাতে পারল ভারত
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারাতে পারল ভারত
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারাতে পারল ভারত
অভিষেক শর্মার রেকর্ড সেঞ্চুরিতে সিরিজ সমতায় ফিরল ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত পেয়েছে ১০০ রানের বড় জয়। অভিষেকের বিধ্বংসী শতরানের ইনিংসে ভারত ২০ ওভারে করতে পারে ২৩৪। হারারেতে তারা এরপর বল হাতে স্বাগতিকদের গুটিয়ে দিয়েছে কেবল ১৩৪ রানে।
আগের রাতে জিম্বাবুয়ের কাছে হেরে সিরিজ শুরু করে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ ভারত টস জিতে ব্যাট করতে নামলে অভিষেক শর্মার ৪৬ বলে করা ১০০ রানের বিস্ফোরক ইনিংসে ২ উইকেটে ২৩৪ রান তুলেছে। প্রথম ম্যাচে এই মাঠেই শনিবার ১৩ রানে হেরেছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই শতরান করলেন অভিষেক শর্মা। ৭৭ রান করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৪৮ রানের ঝড়ো ইনিংস খেললেন রিংকু সিং, দুজনেই শেষ পর্যন্ত থাকেন অপরাজিত। এরপর দাপট দেখালেন ভারতের বোলাররাও। ১০০ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।
বল হাতে ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন মুকেশ কুমার ও আবেশ খান। রবি বিষ্ণও বল হাতে এদিন ছিলেন দুর্দান্ত। ইনিংসের প্রথম ৪ ওভারের মধ্যেই জিম্বাবুয়ে হারিয়ে বসে ৪ উইকেট। পাহাড়সম টার্গেট টপকাতে নেমে টপ অর্ডারের এমন বিপর্যয়ে ম্যাচ থেকে পুরোপুরিভাবেই ছিটকে যায় জিম্বাবুয়ে।
ওপেনার ওয়েসলি মাধেবেরের ব্যাট থেকেই অবশ্য আসে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস। তিনে নামা ব্রায়েন বেনেট ৯ বলেই করে ফেলেছিলেন ২৬ রান, তাকে ফিরিয়ে ভারত শিবিরে স্বস্তি এনে দেন মুকেশ। শেষদিকে লুক জংয়ের ৩৩ রান ছাড়া কেউ খেলতে পারেননি বড় ইনিংস। ফলে নির্ধারিত ওভারেই আগে জিম্বাবুয়ে গুটিয়ে যায় কেবল ১৩৪ রানে।