Image

পাকিস্তানের হেড কোচ হচ্ছেন আকিব জাভেদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের হেড কোচ হচ্ছেন আকিব জাভেদ

পাকিস্তানের হেড কোচ হচ্ছেন আকিব জাভেদ

পাকিস্তানের হেড কোচ হচ্ছেন আকিব জাভেদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এবার সেই চলমান পরিবর্তনে বাদ পড়তে যাচ্ছেন পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি। এবং তার পরিবর্তে পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন আকিব জাভেদ।

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেছেন ৭ মাস। ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ নভেম্বর গিলেস্পির ছাঁটাই এবং নতুন কোচ হিসেবে আকিব জাভেদের নিয়োগ অফিসিয়ালি ঘোষণা করবে পিসিবি।

গিলেস্পি মূলত নিয়োগ পেয়েছিলেন লাল বলের কোচ হিসাবে। কিন্তু পাকিস্তানের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত হিসাবে তিন ফরম্যাটের দায়িত্বই পালন করছিলেন গিলেস্পি। গিলেস্পির সাথে পিসিবির সমস্যা সৃষ্টি হয় ঠিক এখানেই।

তিন ফরম্যাটের দায়িত্ব পালনের জন্য গিলেস্পিকে অতিরিক্ত টাকা দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ড চেয়েছে চুক্তি মোতাবেক শুধু লাল বলের কোচের পারিশ্রমিক প্রদান করতে। তবে বনিবনা না হওয়ায় গিলেস্পির প্রতি আর আগ্রহ দেখায়নি পিসিবি। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।  তবে টেস্টে জয় পায় ইংল্যান্ডের বিপক্ষে। 

এদিকে আকিব জাভেদ কাজ করছেন পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে । যদিও পাকিস্তানের হেড কোচ হিসেবে আকিব পিসিবির প্রথম পছন্দ ছিলেন না। তিন ফরম্যাটের কোচ হিসেবে গিলেস্পিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দিতে প্রাথমিক আলোচনাও শুরু করেছিল তারা। তবে বোর্ডের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি হারাতে হলো তাকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three